Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে থাকতে চান না অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১:০৬ পিএম

জনপ্রিয়তা একটুও কমেনি। বরং নতুন নতুন ছবিতে দর্শকদের হৃদয় কেড়েছেন তিনি। তা সত্ত্বেও ভারতে থাকতে চান না এ অভিনেতা। বলা হচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কথা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি কানাডার টরোন্টোর এক অনুষ্ঠানে নিজেকে কানাডার অধিবাসী বলে দাবি করেন অক্ষয় । সেখানে তিনি জানান , অবসর গ্রহণের পর তিনি কানাডাতেই পাকাপাকিভাবে থেকে যেতে চান। তার মতে, টরোন্টোই তার 'ঘর'।
ঠিক কেন এমন কথা বললেন অক্ষয়, তা জানা যায়নি । তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য , বছর দুয়েক আগে নাগরিকত্ব নিয়ে এক সমস্যায় পড়েন অক্ষয়। বিদেশে এক শুটিং চলাকালীন সমস্যাটি ঘটে। লন্ডনের হিথরো বিমানবন্দরে তার পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে দেখা যায় , তিনি কানাডিয়ান পাসপোর্ট বহন করছেন । ওদিকে উইকিপিডিয়াতেও তাকে 'কানাডিয়ান সিটিজেন' হিসেবে বর্ণনা করা হয়েছে । ভারতীয় এই অভিনেতাকে নিয়ে এই কাণ্ডে তখন সরব হয় মিডিয়া ।
পরে জানা যায় , অক্ষয় কুমারকে কানাডার এক বিশ্ববিদ্যালয় সাম্মানিক নাগরিকত্ব প্রদান করেছে । তিনি ভারত ও কানাডা— দুই দেশেরই নাগরিক । কিন্তু ভারত এমন যৌথ নাগরিকত্বের স্বীকৃতি দেয় না ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ