Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনি নোটিশ পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১১:১৮ এএম

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘দাবাং থ্রী’র শুটিং শুরু হয়েছে এ মাসের শুরুতে। ক’দিন না যেতেই ছবিটি নিয়ে সালমানকে বেশ বেগ পোহাতে হচ্ছে। কারণ ভারতের মহেশ্বর শহরের নর্মদার পাড়ে শুটিংয়ের সময় সালমান শিবলিঙ্গকে অপমান করছেন বলে অভিযোগ ওঠে। শুটিংয়ের একটি স্থিরচিত্র প্রকাশ্যে এলে তাতে দেখা যায় নর্মদার তীরে থাকা একটি শিবলিঙ্গের ওপর একটি কাঠের তক্তা পেতে সালমান ও তার সেটের অন্যান্য কর্মীরা হাঁটাচলা করছেন। সে সময় বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে সালমান ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন। বিষয়টি নিয়ে সুপারস্টারও দুঃখ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন তিনিও নাকি শিবের বড় ভক্ত।
সম্প্রতি ‘দাবাং থ্রী’ নিয়ে সালমান ফের বিপাকে পড়েছেন। সুপারস্টারের কাছে নাকি আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাও আবার এক সপ্তাহ আগেই। কিন্তু সে নোটিশ আমলেই নেননি সালমান। এ নিয়ে বেশ চটেছেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। এমনই একটি সংবাদ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে মধ্যপ্রদেশে মান্ডু জেলার ঐতিহাসিক জলমহলে সেট বানিয়ে হচ্ছিল ‘দাবাং-থ্রী’র শুটিং। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর তরফে ‘দাবাং থ্রী’র টিমকে অবিলম্বে ওই শুটিং সেট সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, গেল শনিবার ছবির নির্মাতাদের কাছে এই নোটিশ পৌঁছলেও তাদের তরফে শুটিং সেট সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।
এদিকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর তরফে যে নোটিশ ‘দাবাং-থ্রী’র টিমকে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে দেশের প্রাচীন সৌধ ও পুরাতাত্ত্বিক স্থান সংক্রান্ত ১৯৫৮ সালের যে আইন রয়েছে তা মানেনি সলমনের ‘দাবাং থ্রী’র টিম। এছাড়া মধ্যপ্রদেশের মহেশ্বর শহরে নর্মদার তীরে একটি দুর্গে শুটিং করার সময় নাকি একটি প্রাচীন মূর্তিও ভেঙে যায় বলে অভিযোগ।
এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের সংস্কৃতি দফতরের মন্ত্রী বিজয়লক্ষ্মী সাধো গত সোমবার জানিয়েছেন, যা হয়েছে তা এক্কেবারেই কাম্য নয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



 

Show all comments
  • Mohammed Sharifur Rahman ১৩ এপ্রিল, ২০১৯, ১২:৪২ পিএম says : 0
    এটা কোনো darmio anobhoti আঘাত না. Mistake haeto.ata niae ato বরাবরই thikna. মুসলিমদের মসজিদ ভেঙে দেয় haese tateto কোনো aini কার্যকর haeni. Lakh লক্ষ খুন করা haese indiate তার কি বিচার haese?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ