Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাফাল চালাতে পারে পাকিস্তানিরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

কাতারের বিমান বাহিনীর হাতে থাকা রাফাল যুদ্ধবিমানের সাহায্যে নিজেদের পাইলটদের এই বিমান চালানো শিখিয়ে নিয়েছে পাকিস্তান। ২০১৭ সালের নভেম্বরেই ফ্রান্সের মাটিতে চলেছিল এই প্রশিক্ষণের কাজ। সদ্য একটি রিপোর্টে এ তথ্য প্রকাশিত হওয়ার পর থেকে নতুন করে উদ্বেগ বাড়ল ভারতের। কারণ, অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের সাহায্যেই আকাশযুদ্ধে নিজেদের এগিয়ে রাখার পরিকল্পনা ছিল ভারতের। স¤প্রতি এআইএন অনলাইন ডট কম নামের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালের নভেম্বরে কাতারের হয়ে যে পাইলটরা রাফাল বিমান ওড়ানোর প্রশিক্ষণ পেয়েছেন, তারা প্রত্যেকেই বিমান বাহিনীর অফিসার।’ ভারতের মতোই ফ্রান্সের কাছ থেকে রাফাল কিনতে চুক্তিবদ্ধ কাতার। রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক দাসোঁ অ্যাভিয়েশনের তরফে প্রকাশ করা প্রেস বিবৃতি থেকে দেখা যাচ্ছে, ২০১৫ সালে ফ্রান্সের কাছ থেকে ২৪টি যুদ্ধবিমান কেনার চুক্তি করে কাতার। ২০১৭ সালে কাতার আরও ১২টি রাফাল যুদ্ধবিমান কিনতে নতুন চুক্তি করে ফ্রান্সের সঙ্গে। প্রথম দফার ২৪টি যুদ্ধবিমানের জন্য চুক্তির অর্থমূল্য ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা। সেই যুদ্ধবিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতেই কাতার থেকে ফ্রান্সে গিয়েছিল পাইলটদের একটি দল। সেই দলেই ছিলেন পাকিস্তানি পাইলটরা, এমনটাই দাবি এআইএন অনলাইন ডট কমের। দাসোঁ অ্যাভিয়েশনের যে কর্মকর্তা এখন ভারতে আছেন, তাদের এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, কাতার এয়ার ফোর্সের হয়ে পাকিস্তানি পাইলটরা রাফাল ওড়াতে প্রশিক্ষণ নিয়েছেন, এই রকম কোনও খবর তাদের কাছে নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বরাবরই সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে পাকিস্তানের। এই অঞ্চলের বিভিন্ন দেশে মোতায়েনও থাকেন পাকিস্তানি সেনা। জর্ডানের মতো দেশের কাছ থেকে সরাসরি সামরিক সহযোগিতা পেয়ে থাকে পাকিস্তান। এবিপি।



 

Show all comments
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১২ এপ্রিল, ২০১৯, ১:৪০ এএম says : 1
    বাস্তবে ভারতের কোন মিত্র নাই সবাই ব্যবসায়িক পার্টনার।
    Total Reply(0) Reply
  • Kaysar A. Ovi ১২ এপ্রিল, ২০১৯, ১:৪১ এএম says : 1
    মানচিত্র থেকে ভারত নামক উগ্র সন্ত্রাসবাদী দেশটাকে যারাই নাই করে দিতে পারবে তাদের জন্যই অগ্রিম শুভকামনা রইলো।
    Total Reply(0) Reply
  • তপন রুদ্র ১২ এপ্রিল, ২০১৯, ১:৪২ এএম says : 4
    যাদের রাফাল যুদ্ধ বিমান কেনার ক্ষমতা নেই। তারা চালানো শিখছে।
    Total Reply(1) Reply
    • Mohammad Rafik ১৪ এপ্রিল, ২০১৯, ১:৩৫ পিএম says : 4
      রাফায়েল ভারতের আগে পাকিস্তান পাবে কারন france কাতারকে রাফায়েল দিয়েছে কাতার এবার পাকিস্তানকে দেবে ও ইরানও পাবে
  • Md Saeed ১২ এপ্রিল, ২০১৯, ১:৪২ এএম says : 1
    রাফায়েল ভারতের আগে পাকিস্তান পাবে কারন france কাতারকে রাফায়েল দিয়েছে কাতার এবার পাকিস্তানকে দেবে ও ইরানও পাবে
    Total Reply(0) Reply
  • Oceana Noel ১২ এপ্রিল, ২০১৯, ১:৪৩ এএম says : 1
    আনন্দ বাজার পত্রিকায় বলা হইছে ফ্রান্স নাকি অস্বীকার করছে পাকিস্তানের পাইলট কে রাফায়েল চালানোর প্রশিক্ষণ ব্যপারটি সম্পূর্ণ ভিত্তিহীন। অবশ্য ভারতীয় কোন মিডিয়াকে বিশ্বাস করতে নেই। সব মিথ্যা রা গুজবের কারখানা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ