Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানির চরিত্রে অভিনয় করতে নারাজ অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৫:৪৮ পিএম

মুম্বাই চলচ্চিত্রের মেগাস্টার অমিতাভ বচ্চন। সম্প্রতি অভিনেতার একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। শাহরুখ খানের প্রযোজনায় নির্মিত ‘বদলা’ ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এ অবস্থায় বলিউড শাহেনশাহর নতুন ছবির খবর প্রকাশ পেয়েছে। কথা ছিল ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। শুরুতে গল্প শুনে বিগ বির বেশ পছন্দ হয়েছিল। তিনি নির্মাতাকে কথাও দিয়েছিলেন অভিনয়ের জন্য। তবে এখন আর এ ছবিতে অভিনয় করবেন না অভিনেতা। এমনটাই পরিষ্কার জানান দিয়েছেন নির্মাতাকে। এ নিয়ে বি-টাউনে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। তবে এর কারণও ব্যাখ্যা করেছেন বিগ বি।
ছবিটিতে ভারত-পাকিস্তান সম্পর্ক এবং টেনশন তুলে ধরার কথা ছিল। আর অমিতাভের চরিত্রটি ছিল একজন পাকিস্তানির। বর্তমানে দু’দেশের সম্পর্কের কথা চিন্তা করে অভিনেতা এ ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানা যায়।
এদিকে নির্মাতা সূত্রে জানা যাচ্ছে ছবিটি সম্পর্কে গত দু’বছর ধরে অমিতাভ বচ্চনের সঙ্গে আলোচনা করে আসছিলেন রুসেল পুকুট্টি। ছবিতে শান্তির বার্তা থাকায় চিত্রনাট্য নাকি বেশ পছন্দও ছিল অমিতাভ বচ্চনের।
তবে সম্প্রতি ভারতের অর্ধশত সেনা সদস্য বোমা মেরে মেরেছে পাকিস্তানিরা। এর প্রতিবাদেই অমিতাভ পাকিস্তানিদের চরিত্রে অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ছবিটি পরিচালনা করার কথা ছিল অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রুসেল পুকুট্টি। এখন দেখার পালা অমিতাভের এই ‘না’ নতুন এ নির্মাতার ক্যারিয়ারে কতোটা প্রভাব বিস্তার করে।
উল্লেখ্য, খুব শীঘ্রই বিগ বিকে দেখা যাচ্ছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র’তে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ