Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমান ও আলিয়ার অসম বয়সের প্রেম দেখাবেন বানশালী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৩:১৯ পিএম

সঞ্জয় লীলা বানশালীর পরের ছবি ‘ইনশাল্লাহ’-তে প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট ও সালমান খান।

কিন্তু ছবির বিষয় কী হতে চলেছে তা অনেকেই এখনও জানেন না। বলিউড সূত্রে খবর অনুযায়ী, সঞ্জয় লীলা বনশালী এবার পর্দায় অসম বয়সের প্রেম দেখাতেই চিত্রনাট্য তৈরি করেছেন।

সালমান খানের বয়স এখন ৫৩ বছর অন্যদিকে আলিয়ার বয়স ২৬। স্ক্রিনে রোম্যান্সের জন্য এই বয়স লুকোতে রাজি নন পরিচালক। তাই কোনো রকম মেকআপ করে সেই বয়সের ফারাক মুছতে চান না তিনি। ৫৩ ও ২৬-এর দুই ব্যক্তি হয়েই প্রেম করবেন আলিয়া ও সুলতাম সালমান।
পরিচালকের দাবি, দর্শক এর আগে পর্দায় এমন প্রেম কোনো দিন দেখেননি।

তবে এ নিয়ে আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখনই কোনো কিছু নিয়ে হ্যাঁ বা না বলতে চাই না। সবাই এখন জানুক আমরা একটা ছবি করছি। বাকিটা নির্মাতারা বলবেন...।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ