Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের শুটিংয়ে বাঁধা প্যাকআপ করে চলে যেতে চান সুপারস্টার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৭:২৬ পিএম

‘দাবাং-থ্রী’র শুটিং শুরু করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই শুটিংয়ের একটি স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ ওঠার পর অবশ্য এর জবাবও দিয়েছেন সালমান খান নিজে।
ভারতের মধ্যপ্রদেশের ধর্মীয় শহর মহেশ্বরে শুটিং করছেন সালমান। ছবির শুটিং সেট তৈরি করা হয়েছে নর্মদা নদীর পাড়ে। তাতে দেখা যাচ্ছে নর্মদার পাড়ে থাকা শিবলিঙ্গের ওপর একটি কাঠের তক্তা পেতে হাঁটাচলা করছেন সালমান ও তার সেটের অন্যান্য কর্মীরা। অভিযোগ উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র শিবলিঙ্গ ঢাকা রয়েছে ওই তক্তার নিচে। কেউ কেউ অভিযোগ করেছেন, সালমান শিবলিঙ্গ ঢাকা ওই তক্তার ওপর উঠে নেচেছেন, যা অন্যায়। আর এই স্থিরচিত্রটি প্রকাশ্যে আসার পর অভিযোগ ওঠে সালমান ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ।
ভারতের মধ্যপ্রদেশের শাসক দল কংগ্রেস, ও বিরোধী দল বিজেপি। এ বিষয়ে ভোপালের বিজেপি নেতা রামেশ্বর শর্মার অভিযোগ, ‘কমলনাথের সময়কালে এই রাজ্যে হিন্দুদের অবমাননা হচ্ছে। শিবলিঙ্গের অপমানের জন্য সালমানের বিরুদ্ধে এফআইআর করা উচিত।’
অন্যদিকে এ বিষয়ে কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এ বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এটা ওদের নিম্ন মানসিকতার পরিচয়। যে কারণে গত ১৫ বছর এই রাজ্যে ক্ষমতায় থেকেও বিজেপি কোনো উন্নতিই করতে পারেনি।
এদিকে খবর পাওয়া গেছে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরপরই ওই শিবলিঙ্গের ওপর শুটিংয়ের জন্য লাগানো তক্তা সরিয়ে দেওয়া হয়। ইতোমধ্যেই পুরো ঘটনার বিষয়ে সুলতান নিজেই মুখ খুলেছেন। সালমান বলেছেন, ‘আমি সব থেকে বড় শিবভক্ত। আপনারা যদি এখানে শুটিং করতে না দেন, তাহলে প্যাকআপ করে চলে যাব। মুখ্যমন্ত্রী কমলনাথের আগ্রহতেই আমি এখানে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার এক দাদা এখানকার পুলিশ কর্মকর্তা ছিলেন। আমি এখানে আমার বাড়ি ভেবেই এসেছি। আমি শুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় সাধারণত পোস্ট করি না, তবে এক্ষেত্রে করছি কারণ এর নামের সঙ্গে মহেশ্বর শব্দটি আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ