Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারিকে মনে ধরেছে পন্টিংয়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ৫:৪৭ পিএম

আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে বিশ্বকাপে উইকেটরক্ষক ও অস্থায়ী অধিনায়ক হিসেবে অ্যালেক্স কারির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন দেশটি সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। পাঁচটি বিশ্বকাপ খেলা পন্টিং বলেন, ‘উইকেটরক্ষক হিসেবে সেরা প্যাকেজ অ্যালেক্স কারি।’
প্রধান নির্বাচক ট্রেভর হন্স সম্প্রতি উইকেটরক্ষক পজিশনে সম্ভাব্য বিকল্প হিসেবে টেস্ট অধিনায়ক টিম পাইন, ইন ফর্ম ব্যাটসম্যান ম্যাথু ওয়েড এবং পিটার হ্যান্ডসকম্বের কথা উল্লেখ করেন। তবে পন্টিংয়ের বিশ্বাস টানা আট ওয়ানডে জয়ের পর এই সুযোগটি কারির প্রাপ্য, ‘৩৬০ ডিগ্রিতে ব্যাট করার সক্ষমতা থাকায় টপ অর্ডার কিংবা ইনিংসের শেষ দিকে সে বিপজ্জনক ব্যাটসম্যান। সে একজন হার্ড হিটার এবং আমার মতে দলের চাওয়া অনুযায়ী কারিই সঠিক চরিত্রের ও সঠিক ব্যক্তি।’ তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে আমি মনে করি একই সাথে সে শক্তিশালী নেতৃত্বগুণও অর্জন করেছে। বিশ্বকাপে যদি ফিঞ্চের কিছু হয় কিংবা সর্বোচ্চ এ টুর্নামেন্টে নেতৃত্বের সমস্যা দেখা দেয় তবে খুব বেশি অভিজ্ঞতা না থাকা এবং আগে কখনো অস্ট্রেলিয়া দলকে কখনো নেতৃত্ব না দেয়া সত্ত্বেও কারিই যথার্থ ব্যক্তি বলে আমি মনে করি।’
প্যাট কামিন্স এবং অন্য অভিজ্ঞ খেলোয়াড় উসমান খাজার সঙ্গে যৌথভাবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন কারি। ইনজুরির কারণে ফিঞ্চ মিস করলে ক্যারিরই দলের নেতৃত্ব দেয়ার সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ