প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডে নির্মিত ‘পিএম নরেন্দ্র মোদি’, ‘রোমিও আকবর ওয়াল্টার’ এবং ‘নো ফাদার্স ইন কাশ্মির’ ফিল্ম তিনটি মুক্তি পাচ্ছে।
লেজেন্ড স্টুডিওস, প্যানোরামা স্টুডিওস এবং আনন্দ পÐিত মোশন পিকচার্সের ব্যানারে বায়োগ্রাফিকাল ড্রামা ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পাচ্ছে। সন্দ্বীপ সিং, সুরেশ ওবেরয় এবং আনন্দ পÐিত ফিল্মটি প্রযোজনা করেছেন। ওমাঙ কুমারের পরিচালনায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়, বরখা বিশ্ট সেনগুপ্ত, জারিনা ওয়াহাব, মনোজ জোশি, বোমান ইরানি, দর্শন কুমার, প্রশান্ত নারায়ণ, আকশাত সালুজা, অঞ্জন শ্রীবাস্তব, রাজেন্দ্র গুপ্ত এবং যতিন কার্যেকার। শশী-খুশি সঙ্গীত পরিচালনা করেছেন। ‘রোমিও আকবর ওয়াল্টার’ মুক্তি পাচ্ছে কেওয়াইটিএ প্রডাকশন্স, ভিএ ফিল্ম কোম্পানি, রেড আইস ফিল্মস এবং ভায়াকম এইটিন মোশন পিকচার্সের ব্যানারে। অ্যাকশন ড্রামাটি প্রযোজনা করেছেন ধীরাজ ভদভান, অজয় কাপুর, ভ্যানেসা ওয়ালিয়া এবং গ্যারি গ্রেভাল। রবি গ্রেভালের পরিচালনায় অভিনয় করেছেন জন এব্রাহাম, মৌনি রায়, জ্যাকি শ্রফ, সিকান্দার খের, সুচিত্রা কৃষ্ণমূর্তি, রঘুবীর যাদব, অনিল জর্জ এবং রাজেশ শৃঙ্গারপুরে। অঙ্কিত তিওয়ারি, সোহেল সেন, শাব্বির আহমেদ এবং রাজ আশু সঙ্গীত পরিচালনা করেছেন। আলিপুর ফিল্মসের ব্যানারে ‘নো ফাদার্স ইন কাশ্মির’ মুক্তি পাচ্ছে। আশ্বিন কুমারের পরিচালনায় অভিনয় করেছেন আশ্বিন কুমার, সোনি রাজদান, অংশুমান ঝা, কুলভূষণ খারবান্ডা, জারা ওয়েব, মায়া সারাও, নাতাশা মাগো, সুশীল দহিয়া, শিবম রায়না এবং শাহাবাজ ভাট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।