প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস এগেনস্ট অডস’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করতে এসেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এই অনুষ্ঠানে এসে সুলতান তার ব্যক্তি জীবনের বেশ কিছু অজানা তথ্য জানিয়েছেন প্রকাশ্যে। ভাইজান আত্মজীবনী প্রকাশনার অনুষ্ঠানে এসেছেন, স্বভাবিক ভাবেই সাংবাদিকদের প্রশ্নের তীরে পড়তেই হয়েছে সুপারস্টারকে। সাল্লুকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আদৌ কোনো দিন তার আত্মজীবনী লিখবেন কিনা।
উত্তরে ৫০ বছর বয়সী ‘বজরঙ্গী ভাইজান’ বলেছেন, ‘আমি যদি কলম ধরি তাহলে অনেককে ঘিরে অনেক পুরনো ক্ষত প্রকাশ পাবে। আমি কাউকে বিব্রত করতে চাই না। তাই আমার জীবন কাহিনী আমার সঙ্গে শেষ পর্যন্ত কবরেই শুয়ে থাকবে। এটাই আমার সিদ্ধান্ত।’
বই প্রকাশের এই অনুষ্ঠানে সালমান সানিয়া মির্জাকে চলচ্চিত্র অভিনয়ে আসতে ইঙ্গিত দেন। তবে কথাটি তিনি সরাসরি না বলে একটু ভিন্ন ভাবে জানিয়েছেন এই স্পোর্টস তারকাকে। তবে কি সানিয়া মির্জাকে সাল্লু তার নিজের সিনেমায় নেওয়ার প্রস্তাব দিলেন? নাকি তিনি দায় সারা কথা বলেছেন?
সানিয়া প্রসঙ্গে সুলতান বলেন, ‘টেনিস তারকা হওয়ার কারণেই সানিয়া হয়তো এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন। কিন্তু ভবিষ্যতে তিনি এই ব্যাপারটা ভেবে দেখতে পারেন।’ শুধু তাই নয়, সানিয়া মির্জার বইয়ের প্রচ্ছদ নিজের হাতে ধরে সালমান বলেন, ‘এই যে বইটি দেখছেন, এর প্রচ্ছদের ছবিটি দেখুন। টেনিস তারকা হয়ে আজ সানিয়া যেখানে পৌঁছেছেন তিনি যদি সিনেমা করতেন তাহলেও ঠিক এভাবেই কোন এক অটোবায়োগ্রাফির প্রচ্ছদে তাকে আমরা দেখতে পেতাম।’
এদিকে সালমান খানের এমন কথা শুনে সানিয়া মির্জা হেসেই ফেলেছেন। স্পোর্টস তারকা বলেছেন, ‘সালমান কখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হন... তাকে কিছু না কিছু অন্তত বলতেই হয়। তার এই বক্তব্য আমি তেমনটাই ধরে নিলাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।