Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘পিএম নরেন্দ্র মোদী’কে আদালতের নির্দেশ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ৬:২৫ পিএম

নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে ‘পিএম নরেন্দ্র মোদী’ চলচ্চিত্র সংশ্লিষ্টদের। চলচ্চিত্রটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার ব্যাপারটা যেন খতিয়ে দেখেন তারা। কেন না, দেশটিতে আগামী ১১ এপ্রিল প্রথম দফা ভোট গুহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে ৫ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তি নির্বাচনী বিধি ভঙ্গ করবে বলে জানিয়েছেন সেই চিঠিতে। এই অভিযোগ নিয়ে মোদী বায়োপিকের মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে মামলা উঠলো বম্বে হাই কোর্টে।
জানা গিয়েছে, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার এক সদস্য সতীশ গায়কোয়াড় জনস্বার্থে এ মর্মে আবেদন জানিয়েছেন আদালতে। পরিণামে, বিচারপতি নরেশ পাতিল এবং এন এম জামদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশন, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়কে। চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক যেন আগামী সোমবারের মধ্যে এ নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন।
অন্যদিকে খবর পাওয়া গিয়েছে আগামী সোমবারই মামলাটির শুনানি হবে বোম্বের কোর্টে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ