Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়াঙ্কার সংসারে ‘ভাঙনের সুর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১১:২২ এএম

গত বছরের ১ ডিসেম্বর বেশ ধুমধামের সঙ্গে মার্কিন পপ গায়ক ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই দেখা মেলে তাদের ভালোবাসার নিদর্শন। কখনও একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি, কখনও পরিবারের সঙ্গে ডিনার বা নৌকা ভ্রমণ, আবার কখনও জোনাস ব্রাদার্সের মিউজিক অ্যালবামের ভিডিওতে লাস্যময়ী প্রিয়াঙ্কা।
কয়েকদিন আগে এমন গুঞ্জনও উঠেছিল, মা হতে চলেছেন মধু চোপড়ার মেয়ে প্রিয়াঙ্কা চোপড়া। এই গুঞ্জন থামাতে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রিয়াঙ্কাকে, দিতে হয়েছে প্রমাণও। এসব বাদে বেশ আনন্দেই কাটছিল নিকের সঙ্গে তার সংসার জীবন। কিন্তু বিয়ের মাত্র চার মাসের মধ্যে কী এমন ঘটল যে, বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নিক ও প্রিয়াঙ্কা।
সম্প্রতি ব্রিটিশ সাপ্তাহিক এক ম্যাগাজিনের একটি প্রতিবেদনে এমন দাবিই করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়েই নিক ও প্রিয়াঙ্কার মধ্যে ঝগড়া হচ্ছে। সে কাজের ব্যাপার হোক অথবা একে অপরের সঙ্গে সময় কাটানো।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিয়ের পর থেকে সংসারের সব কিছুই প্রিয়াঙ্কা তার নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন। পারিবারিক কলহের সূত্রপাত সেখানে থেকেই। এই কারণে জোনাস পরিবার নাকি বেজায় চটেছেন প্রিয়াঙ্কার ওপর। তারা মনে করছেন, বয়স বাড়লেও এখনও প্রিয়াঙ্কা ২১ বছর বয়সী মেয়েদের মতো আচরণ করেন।
ম্যাগাজিনে প্রকাশিত এই প্রতিবেদনের সিকিভাগও যদি সত্যি হয়, তাহলে বিবাহ বিচ্ছেদের সঙ্গে জড়িয়ে যাবে প্রচুর পরিমাণ সম্পত্তি ভাগাভাগির সমস্যাও। তবে নিক-প্রিয়াঙ্কার সম্প্রতি পোস্ট করা ছবি আবার ভিন্ন কথা বলছে। সেই ছবিতে দেখা যায়, মিয়ামিতে জোনাস পরিবারের সঙ্গে দিব্যি ছুটির মেজাজে রয়েছেন প্রিয়াঙ্কা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ