Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের সন্তানদেরও ছাড় দেবেন না আমির খান!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৬:১৩ পিএম

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? অবাক হবারই কথা। সত্যি সত্যিই এমনই একটি বিষয় জানিয়েছেন সুপারস্টার। বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট নিজেই জানিয়েছেন সন্তানদের তিনি কোনো ধরনের ছাড় দেবেন না। কিন্তু কোন বিষয়ে ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন আমির?

এদিকে খান সাহেবের হাত ধরে মুম্বাই চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন অসংখ্য তারকা। এদের মধ্যে রয়েছেন ‘তারে জামিন পর’র দর্শিল সাফারি, ‘দঙ্গল’র ফাতিমা সানা শেখ, সান্যা মালহোত্রা এবং জায়রা ওয়াসিম-সহ আরো অনেকে। তাহলে কি সন্তানদের অভিনয়ে আনার ব্যপারে এমন মন্তব্য করেছেন আমির খান? হ্যাঁ, সন্তানদের বলিউড যাত্রারর ব্যপাওে সম্প্রতি মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি আমির খানকে প্রশ্ন করা হয়েছিল তার সন্তানদের বলিউডে আনার ব্যপারে? তবে আমির খানের উত্তরে অবাক হয়েছেন তার ভক্ত-দর্শক। আমির খান জানান, তিনি ছেলে মেয়েদের বলিউডে আনতে চান। তবে সেটা তাদের যোগ্যতায়। বাবার যোগ্যতায় নয়। অন্যরা যেমন অডিশন দিয়ে অভিনয়ের সুযোগ পায়। ঠিক তেমনই নিজের ছেলে মেয়েদেরও অডিশন দিয়েই তার চলচ্চিত্রে অভিনয় করতে হবে বলে পরিষ্কার জানিয়েছেন এই সুপারস্টার।
আমির বলেছেন,‘যদি দেখি কোনো চরিত্রে আমার সন্তানদের মানাবে। তবেই তারা বলিউডে যাত্রা শুরু করতে পারবে। এদিকে বলা রাখা ভালো অভিনয়ের সুযোগ পাবে ঠিকই তবে অবশ্যই তাদের অডিশন দিতে হবে। অডিশনে টিকলেই তারা অভিনয়ে আসতে পারবে।’

এদিকে আমির খান এবং কিরণ রাওয়ের বিয়ে হয়েছিল ২০০৫ সালে। তাদের সাত বছরের ছেলে আজাদের জন্ম হয়েছিল ২০১১ সালে। আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। তাদের দুই সন্তান জুনেদ এবং ইরা।
প্রথম স্ত্রীর সন্তান জুনায়েদকে নিয়ে আমির বলেন, ‘জুনেদ এখনো এমন কোনো ইচ্ছা প্রকাশ করেনি আমার কাছে। যদি সে কখনো মনে করে অভিনয়ে আসবে তাহলে অবশ্যই তাকে যোগ্য হতে হবে। কারণ অন্যদের মতো অডিশন দিয়েই আসতে হবে।’

সাত বছরের ছোট ছেলে আজাদকে বলিউডে আনার কোনো পরিকল্পনা আছে কি? এমন প্রশ্নের উত্তরে আমির খান বলেছেন, ‘এখনো পর্যন্ত আজাদকে নিয়ে তেমন কিছুই ভাবা হয়নি। আমার কাস্টিং ডিরেক্টরের যদি মনে হয় এবং আজাদ যদি অডিশনে পাস করে তাহলে ভেবে দেখা যেতে পারে। এমনকি সেটা যদি আমার নিজের হোম প্রোডাকশনের কাজও হয় তারপরও ওদের নিজেদের আগে প্রমাণ করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ