প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ কেসরী
২ বদলা
৩ লুকা ছুপ্পি
৪ সোনচিড়িয়া
৫ মার্দ কো দার্দ নেহি হোতা
কেসরী
ইশার সিং (অক্ষয় কুমার) একজন পাঞ্জাবি শিখ। কোনও অন্যায় সইতে পারে না সে। একবার স্বগোত্রের হাতে এক আফগান মেয়েকে নির্যাতিত হতে দেখলে সে তাদের বাধা দেয় এতে আফগানরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে ব্রিটিশ ঊর্ধ্বতনরা তার প্রতিবাদী মনোভাবের জন্য শাস্তি হিসেবে প্রতিকূল আফগান এলাকা সারাগাড়ির ৩৬ শিখ রেজিমেন্টে বদলি করে পাঠায়। সেখানে বিশৃঙ্খলা দেখে সে প্রথমে শৃঙ্খলা ফেরাবার পদক্ষেপ নেয়। প্রথমে কিছুটা বাধার সম্মুখীন হলেও সেনারা তাকে নেতা হিসেবে মেনে নেয়। অন্যদিকে আফগানরা তিনটি দুর্গ পুনর্দখলের জন্য সংঘবদ্ধ হতে শুরু করে এবং প্রথমেই সারাগাড়ি ঘাঁটিতে আক্রমণ চালায়। একদিকে ১০,০০০ দুর্র্ধষ আফগান সেনা অন্যদিকে ২১জন শিখ। এক অসম যুদ্ধে বাঁধে। আর শিখ বাহিনীর নেতৃত্বের ভার পড়ে ইশার সিংয়ের ওপর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।