Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল বলিউডের দুটি ফিল্ম মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আগামীকাল বলিউডে নির্মিত ‘মার্দ কো দার্দ নেহি হোতা’ এবং ‘কেসরী’ ফিল্ম দুটি মুক্তি পাচ্ছে। আর এস ভি পির ব্যানারে মুক্তি পা”েছ ‘মার্দ কো দার্দ নেহি হোতা’। ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন রনি স্ক্রুবালা। বাসান বালার পরিচালনায় অভিনয় করেছেন অভিমন্যু দাসানি, রাধিকা মদন, গুলশান দেবাইয়া, জিমিত ত্রিবেদী এবং মহেশ মাঞ্জরেকার। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন করণ কুলকার্নি। এক ধরনের বিশেষ শারীরিক সমস্যা নিয়ে নির্মিত ফিল্মটি এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ১৮৯৭ সালের শিখ-পাঠান যুদ্ধ নিয়ে নির্মিত পিরিয়ড ওয়ার ফিল্ম ‘কেসরী মুক্তি পাচ্ছে ধর্ম প্রডাকশন্স, কেইপ অফ গুড ফিল্মস, অ্যাজিউর এন্টারটেইনমেন্ট এবং জি স্টুডিওসের ব্যানারে। করণ জোহর, অক্ষয় কুমার, সুণীর ক্ষেত্রপাল, অরুণা ভাটিয়া, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। অনুরাগ সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, মির সারোয়ার, বংশ ভরদ্বাজ, জাসপ্রীত সিং, বিবেক সায়নি, বিক্রম কোচ্ছার এবং তোরাঞ্জ কিভন। সঙ্গীত পরিচালনায় তনিষ্ক বাগচী, অর্ক, চিরন্তন ভাট, জাসবির জাস্সি এবং জাসলিন রয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ