Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১১:৪৭ এএম

রাজধানীতে একটি বাসায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত তিনটার দিকে মিরপুর-১৩ নম্বর সেকশনের শ্যামল পল্লী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

এরা হলেন, মো. হান্নান (৩৫), ও তার স্ত্রী আছিয়া বেগম (৩০) ও প্রতিবেশি উজ্জল (৩০)। এদের মধ্যে হান্নান গার্মেন্টস কারখানায় কাজ করতেন ও উজ্জল পেশায় সিএনজি চালক।

দগ্ধ হান্নান জানান, রাতে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলেন তারা। শেষ রাতের দিকে শীত শীত অনুভব হওয়ায় ফ্যানের সুইচ বন্ধ করতে গেলে সেখান থেকে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। দ্রুতই আগুন ঘরে ছড়িয়ে পড়ে।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আরেক প্রতিবেশি শামছুল আলম। তিনি জানান, হান্নান ও আছিয়া যে ঘরে থাকতেন সেটি সেমিপাকা। পাশের ঘরেই থাকতেন উজ্জল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ