বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের পেয়ারাতলায় একটি চালকলের জ্বলন্ত উত্তপ্ত চুলা ধ্বসে সেই আগুনে ঝলসে ফয়সাল হোসেন (২২) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। আজ রবিবার দুপুর পৌনে ১২টার সময় মা-বাবা এগ্রো ফুড নামের একটি চালকলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল হোসেন জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক।
প্রত্যক্ষদর্শী রাকিব হাসান জানান, শ্রমিক ফয়সাল হোসেন এদিন বেলা পৌনে ১২ টার সময় মা-বাবা এগ্রো ফুডের জ্বলন্ত চুলা মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই চুলাটি ভেঙ্গে গেলে ওই আগুনে সে ঝলসে ঘটনাস্থলেই মারা যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, চালকলের জ্বলন্ত চুলা মেরামত করতে গিয়ে সেখানকার তপ্ত ইটে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ দিয়ে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।