Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দগ্ধ ৮ জনের সবাই মারা গেছেন

তুরাগে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজ ও ভাঙ্গারি দোকানে অগ্নিকান্ডে দগ্ধ ৮ জনের সবাই মারা গেছেন। ঘটনার পর এক সপ্তাহের ব্যবধানে চিকৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে ৭ জন মারা যায়। অগ্নিদগ্ধদের মধ্যে সর্বশেষ চিকিৎসাধীন ছিলেন শাহীন মিয়া (২৫) নামে এক যুবক। শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সর্বশেষ তিনিও মারা যান।
গত ৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি এলাকায় রিকশার গ্যারেজে ও ভাঙ্গারি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হন আটজন। তারা হলেন- রিকশাচালক মিজানুর রহমান (৩৫) আলমগীর ওরফে আলম (২৩) শাহীন মিয়া (২৫) নূর হোসেন (৫৫) ও গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), শফিকুল ইসলাম (২৫), আল আমিন (৩৫), মাসুম মিয়া (৩৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দগ্ধ ৮ জনের সবাই মারা গেছেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ