Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের ‘ফরেস্ট গাম্প’ আমির খানের ‘লাল সিং চাদ্ধা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

“আমার পরবর্তী ফিল্ম চূড়ান্ত হয়েছে। ‘লাল সিং চাদ্ধা’ নামের এই ফিল্মটি নির্মাণ করবে ভায়াকম এইটিন এবং আমির খান প্রডাকশন্স। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করবেন ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত অদ্বৈত চন্দন। প্যারামাউন্ট থেকে আমরা ফিল্মটির স্বত্ব কিনে নিয়েছি। আমি কেন্দ্রীয় চরিত্র লাল সিংয়ের ভূমিকায় অভিনয় করব,” আমির খান বলেন। রবার্ট জেমেকিসের পরিচালনায় ‘ফরেস্ট গাম্প ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল। শ্রেষ্ঠ অভিনেতা (টম হ্যাঙ্কস), শ্রেষ্ঠ পরিচালক এবং সেরা চল”িচত্রসহ এটি ছয়টি অস্কার জয় করেছিল। অ্যালাবামার এক স্বল্পবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে লেখা ১৯৮৬ সালে প্রকাশিত উইনস্টন গ্রæমের একই নামের উপন্যাস অবলম্বনে ‘ফরেস্ট গাম্প’ নির্মিত হয়। আমির জানিয়েছেন নির্মাতারা এখনও শিল্পী তালিকা চূড়ান্ত করেনি। “আমরা প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছি। অক্টোবরে শুটিং শুরু হবে। আমি ছয় মাস প্রস্তুতি নেব। আমাকে ২০ কেজি ওজন কমাতে হবে। আমাকে বেশ শুকনো দেখাতে হবে।” চল”িচত্রটি ২০১০ সালে মুক্তি পাবে। “চিত্রনাট্য হিসেবে আমার সবসময় ‘ফরেস্ট গাম্প’ ভাল লেগেছে। এই চরিত্রটি নিয়ে এটি একটি অসাধারণ চল”িচত্র। এটি জীবনমুখী চল”িচত্র। এটি ভাললাগার ফিল্ম। এটি পুরো পরিবারকে
নিয়ে দেখার মত,” আমির বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ