Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাস্টিং কাউচের অভিযোগে ফেঁসে যাচ্ছেন সালমান খান!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ৭:৩৪ পিএম

কাস্টিং কাউচ বলিউডের অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। রোজ রোজ নবাগতদের সঙ্গে নতুন নতুন ঘটনা ঘটে বলিউডে। তার কিছু সামনে আসে, কিছু আসে না। এর আগে রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, ইরফান খান, অদিতি রাও হায়দারি, রাধিকা আপ্টে, সুরভিন চাওলার মতো অনেকে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন। রণবীর সিং, আয়ুষ্মান খুরানা বলেছিলেন তাদের কাছে অফার এসেছিল বলিউডে কাজ পেতে গেলে বিছানায় যেতে হবে। তাও আবার সমলিঙ্গের কোনো মানুষের সঙ্গে। বলাই বাহুল্য সেই নির্দিষ্ট মানুষের থেকেই এসেছিল প্রস্তাব।
কিন্তু কখনো খান খানদানের কারওর উপর আঙুল ওঠেনি। গুঞ্জন যে একেবারেই নেই, তা কিন্তু নয়। কিন্তু সরাসরি তারা কেউ কাউকে অশালীন প্রস্তাব দিয়েছেন বলে শোনা যায়নি। কিন্তু সম্প্রতি সালমানের নামে এমন একটি কথা ফাঁস হয়েছে, যা শুনে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন সাল্লু। তবে শেষে অবশ্য জানা গেল, কাস্টিং কাউচ নয়। নিতান্তই সদুপদেশ দিয়েছিলেন সুলতান।
এদিকে বলিউডে নায়িকাদের আরো মারাত্মকভাবে কাস্টিং কাউচের শিকার হতে হয়। স্ট্রাগলের সময় সুরভিন চাওলা, অদিতি রাও হায়দারির মতো অনেককেই বলেছিলেন, চলচ্চিত্র প্রযোজকরা তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কখনো সরাসরি, কখনো বা হাবেভাবে। কিন্তু কখনো সালমান খানের উপর আঙুল ওঠেনি। ফাতিমা সানা শেখের সঙ্গে আমির খানকে জড়েয়ে তরজা চললেও গায়ে দাগ লাগেনি বলিউড ভাইজান বা বলিউড বাদশার গাঁয়ে। কিন্তু সম্প্রতি এক অভিনেতা বলেছেন, সালমান নাকি তাকে টি-শার্ট খুলতে বলেছিলেন।
অভিযোগকারী ব্যক্তি ‘নোটবুক’র অভিনেতা জাহির ইকবাল। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে ডেবিট হতে যাচ্ছে তার। তিনি সম্প্রতি বলেছেন, ‘গত ৬ বছরে এমন কোনো দিন ছিল না যেদিন আমি ভাইজানের সঙ্গে ছিলাম না। এটাই আমার জীবনের সবচেয়ে বড়। আমি প্রত্যেক দিন সালমান খানের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতাম।’
এমন নাছোড়বান্দা ভক্তকে দেখে বোধহয় খারাপ লেগেছিল ক্যাটরিনার সাবেক এই প্রেমিকের। তাই তিনি জাহিরকে ডেকে পাঠান এবং বলেন, ‘টি-শার্ট খোলো এবং বডি বানাও। আমি তোমাকে স্টার বানিয়ে দেব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ