প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একসময় মডেলিং ও অভিনয়ে বেশ দাপট দেখিয়েছিলেন তারা। প্রেম, বিয়ে, সংসার ভাঙা এবং নানা বিতর্কিত কাজ করে তারা এখন শোবিজের বাইরে। অনেকে ফিরলেও সেই আগের অবস্থানে নেই। চেষ্টা করেও নতুন করে ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে পারছেন না। এ তালিকায় রয়েছেন অপি করিম, তারিন, বিজরী বরকতউল্লাহ, দীপা খন্দকার, তানভীন সুইটি, রিচি সোলায়মান, নাদিয়া, বন্যা মির্জা, শ্রাবন্তী। এদের মধ্যে অনেককেই অভিনয়ে খুব একটা দেখা যায় না। হাতে গোনা কয়েকজন এখন অভিনয় করছেন। এদের পরে আলোচিত হন শ্রাবস্তী দত্ত তিন্নি, বিন্দু, আলভি, নওশীন, প্রভা, মোনালিসা, সারিকা, নোভা, শখ, নাফিজা, প্রসূণ আজাদসহ অনেকেই। তাদেরও অভিনয়ে বা মডেলিংয়ে খুব একটা পাওয়া যায় না। অভিনেতা হিল্লোলকে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রাবস্তী দত্ত তিন্নি। এরপর তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে হতাশায় নিমজ্জিত হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। তারপর সুস্থ হয়ে একাকী জীবনযাপন শুরু করেন। একসময় চলে যান যুক্তরাষ্ট্রে এখন কন্যাকে নিয়ে সেখানেই বসবাস করছেন। বিয়ে করে হারিয়ে গেছেন লাক্স তারকা আফসান আরা বিন্দু। বিয়ের আগে থেকেই কাজ কমিয়ে দিয়েছিলেন এই তারকা। আর বিয়ে করার পর নতুন কোনো নাটকে দেখা যায়নি তাকে। আলোচিত মডেল-অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসাও বিয়ে করে সংসার গড়েছিলেন এক আমেরিকা প্রবাসীর সঙ্গে। তারপর নিজেও পাড়ি জমান আমেরিকায়। সেখানে তার সংসার টিকেনি। এখন মোনালিসা আমেরিকায় একটি টিভি চ্যানেলে কাজ করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে বিয়ে এবং ছাড়াছাড়ির পর মিডিয়া থেকে ছিটকে পড়েন মডেল-অভিনেত্রী শখ। পরবর্তীতে অভিনয়ে ফিরলেও নির্মাতারা তাকে নিয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। আগের মতো আলোচনায় আসতে পারছেন না। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে বিয়ে করে মিডিয়া থেকে ছিটকে পড়েন মডেল-অভিনেত্রী সারিকা। তিন বছর মিডিয়া থেকে দূরে ছিলেন। সংসার ভেঙে যাওয়ার পর অভিনয়ে ফিরলেও আগের মতো নির্মাতাদের সাড়া পাচ্ছেন না। তার উপর সিডিউল ফাঁসানোর জন্য গত বছর তাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে অভিনয়ে ফিরলেও নিজের অবস্থানে পৌঁছাতে না পারায় অনেকটাই হতাশ এই তারকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।