মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোশ্যাল মিডিয়ায় একের পর এক নগ্ন ও অশালীন ভিডিও ভাইরাল। বিপাকে পাকিস্তানি টিকটকার হারিম শাহ। ষড়যন্ত্র করেই এমনটা করা হয়েছে, দাবি হারিমের। দুই বান্ধবীর বিরুদ্ধেই ভিডিও ভাইরাল করার অভিযোগ এনেছেন তিনি।
হারিমের আসল নাম নাকি ফিজা হুসেন। তবে ইনস্টাগ্রামে নিজের হারিম বিলাল শাহ লিখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তার টিকটক ভিডিও। ইনস্টাগ্রামে প্রায় তিন লক্ষ ফলোয়ার রয়েছে। পাকিস্তানে অবশ্য থাকেন না হারিম। আর বর্তমান ঠিকানা মরক্কো বলেই জানা গিয়েছে। হারিমের অন্তত ছ’টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার মধ্যে কয়েকটিতে তাকে নগ্ন অবস্থায় দেখা গিয়েছে। একটি ভিডিও তো শৌচকর্ম করার সময় তোলা হয়েছে।
হারিমের অভিযোগ, এই ভিডিওগুলি সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি শুধুমাত্র নিজের জন্য তুলেছিলেন। কোনওভাবে তার হদিশ দুই বান্ধবী সানদাল খট্টক এবং আয়েষা নাজ পেয়ে যান। ফোন থেকে ভিডিওগুলি সংগ্রহ করা হয় এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়। অভিযোগ, টিকটক তারকার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়েই এমন কাজ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন হারিম। আর তা হয়েছিল পাকিস্তানের পররাষ্ট্রদপ্তরের অফিসে। সেখানে অনুমতি ছাড়া ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তখন খোদ ইমরান খান তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ২০১৯ সালে পাকিস্তানের মন্ত্রী শেখ রাশিদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হারিম। সূত্র: ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।