Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশে বইমেলায় তারকাদের বই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

প্রতি বছরের মতো এবারও একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তারকা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বেশ কিছু গ্রন্থ। অভিনেতা, নির্মাতা ও লেখক আবুল হায়াতের প্রকাশিত হয়েছে গল্পের বই ‘আষাঢ়ে’। বাংলা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে বইটি। আবুল হায়াত বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় বইপ্রেমীদের জন্য এবারও নতুন বই নিয়ে এসেছি। কয়েক বছর ধরেই নিয়মিত আমার বই প্রকাশ হয়ে আসছে। আষাঢ়ে একটির গল্পের বই। বইয়ে তিনটি গল্প থাকছে। শখ থেকে লেখালেখিটা এখন ভালোবাসাও হয়ে গেছে। অভিনয়ের ব্যস্ততার কারণে লেখালেখিতে সময় দিতে পারছি না। তার মধ্যে পাঠকদের কথা ভেবে নতুন বই নিয়ে এসেছি। পাঠক যদি আগ্রহ নিয়ে বইটি সংগ্রহ করে পড়েন তবেই আমার লেখা সার্থক হবে। কিংবদন্তী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী তার বর্ণিল জীবনের গল্প নিয়ে লিখেছেন আত্মজীবনীমূলক বই। গ্রন্থটির নাম ‘জীবনের গান’। গ্রন্থটিতে তার সঙ্গীতজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন ও চলমান সময় তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান তিনি। বইটি প্রকাশ করেছে প্রথমা। সৈয়দ আবদুল হাদী বলেন, আমার জীবনটা বেশ ঘটনাবহুল। অনেক চড়াই-উতরাই পার করে এখানে এসেছি। আছে সুখ-দুঃখের হাজারও ঘটনা। সেগুলো আমার অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করার জন্যই বইটি লেখা। দীর্ঘ আড়াই বছর সময় নিয়ে বইটি লিখেছি। এই সময়ে অন্য কোনো কাজে সময় দেইনি। সংগীতশিল্পী জয় শাহরিয়ার প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মজীবনী নিয়ে লিখেছেন ‘এবং বিশ্বজিৎ’। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশনী। গীতিকার শহিদ মাহমুদ জঙ্গীর কবিতার সংকলন ‘একদিন ঘুম ভাঙা শহরে’ বইটিও প্রকাশ করেছে আজব প্রকাশনী। মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি একুশে বই মেলায় নিয়মিত বই প্রকাশ করছেন। ২০১৭ সাল থেকে বইমেলায় নিয়মিত বই প্রকাশ করে আসছেন। এবারের বইমেলায় ‘ঘুণমানুষ’ নামে তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি একটি মনস্তাত্ত্বিক গ্রন্থ। বইটি বাজারে এনেছে অনন্যা প্রকাশনী। এছাড়া সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত উপন্যাস ও কাব্যগ্রন্থ লিখছেন। প্রতি বছর মেলায় তার লেখা বই প্রকাশ হয়। এবার তিনি প্রকাশ করেছেন একটি কাব্যগ্রন্থ। এটির নাম ‘মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে’। বইটি প্রকাশ করেছে কবিতা প্রকাশনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুশে বইমেলায় তারকাদের বই

২৭ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ