প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন শোবিজের একঝাঁক তারকা। এদের মধ্যে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, অনন্ত জলিল, শাকিব খান, রিয়াজ, সাইমন সাদিক, মাহিয়া মাহি, নিপুণ, মারজান জেনিফা, মিষ্টি জান্নাত প্রমুখ। মনোয়ার হোসেন ডিপজল ইতোমধ্যে তিন ট্রাক ত্রাণ সিলেটে পাঠিয়েছেন। আগামী সপ্তাহে আরও পাঠাবেন। অনন্ত জলিল ৩০ লাখ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়েছেন। তিনি বানবাসীদের উদ্ধারে রেসকিউ টিমও গঠন করেছেন। ইতোমধ্যে এ টিম বন্যাকবলিত এলাকায় কাজ শুরু করছে। অন্যান্য তারাকাও তাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে রিয়াজ, সাইমন সাদিক, নিপুণ ত্রাণ বিতরণ করেছেন। পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা। নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে বন্যাদুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। একটি তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছেন। সবাইকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন। এদিকে প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না বানভাসি মানুষের পাশের দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, গঠন করছেন তহবিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।