Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইত্যাদিতে দস্যু চরিত্রে চার তারকা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

প্রতিবারের মত এবারের ঈদের ইত্যাদিতে রয়েছে একটি শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ইত্যাদিতে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে ইতোপূর্বে দেখানো হয়েছে। এ ধারাবাহিকতায় এবারের ঈদ ইত্যাদিতে দস্যু পর্বে কিছু নতুন দস্যু সম্পর্কে ধারণা পাওয়া যাবে। যাদের কর্মকাণ্ড নিয়ে থাকবে দস্যু চরিত্রের ৪ তারকার সংলাপ। সেকালের এইসব দস্যুদের চরিত্রগুলো কাল্পনিক না হলেও প্রেক্ষাপট কাল্পনিক। কাল্পনিক এই দস্যু চরিত্রগুলোতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, মীর সাব্বির ও তানিয়া আহমেদ। ফাগুন অডিও ভিশন জানায়, এই পর্বটিও এবারের ঈদের ইত্যাদির অন্যতম আকর্ষণীয় একটি পর্ব হবে। এই চারজন তারকাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অভিনয় করেছেন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদিতে দস্যু চরিত্রে চার তারকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ