প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ বদলা
২ লুকা ছুপ্পি
৩ সোনচিড়িয়া
৪ টোটাল ধামাল
৫ গালি বয়
বদলা
নয়না শেঠি (তাপসী পান্নু) একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বিরুদ্ধে তার প্রেমিক অর্জুনকে (টোনি ল্যুক) একটি হোটেল কামরায় হত্যার মামলা দায়ের করা হয়। তার মামলা লড়বার দায়িত্ব দেয়া হয় বাদল গুপ্তকে (অমিতাভ বচ্চন); বাদল তার ক্যারিয়ারে কোনও মামলা হারেনি। একজন নতুন সাক্ষীর আবির্ভাব হবার কারণে বাদল নয়নাকে তিন ঘণ্টা সময় দেয় যে সময়ে তাকে পুরো সত্য প্রকাশ করতে হবে তার সামনে নয়তো তার দোষী সাব্যস্ত হবার সমূহ আশংকা। নয়না ক্রমে সত্য বলতে শুরু করে। নয়না আর অর্জুনের পারিবারিক অনেক তথ্য বেরিয়ে আসে। সব সত্য প্রকাশ হতে থাকে। আর এর পর বোঝা যায় বাদল ছাড়া নয়নাকে সাহায্য করার আর কেউ থাকতে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।