প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নয়ের দশকের অসংখ্য হিট চলচ্চিত্রে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত অভিনয় করেছিলেন। ‘সাজন’, ‘খলনায়ক’র মতো অজ¯্র সুপারহিট চলচ্চিত্র রয়েছে তাদের ঝুলিতে। দীর্ঘ দুই দশক পর আবারো এই জুটি হাজির হতে যাচ্ছেন রুপালী পর্দায়। আর এই কাজটি করছেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তবে পরিচালক হিসেবে নয়, করণ সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে এক করেছেন প্রযোজক হিসেবে। করণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন থেকে ‘কলঙ্ক’ নামের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অভিষেক বর্মন। মাল্টিকাস্টিং এ চলচ্চিত্রে সঞ্জয়-মাধুরী ছাড়া আরো আভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিংহ এবং আদিত্য রায় কাপুরও।
গেল মঙ্গলবার (১২ মার্চ) তারকা বহুল এ চলচ্চিত্রটির টিজার প্রকাশ করা হয়েছে। টিজার প্রকাশের অনুষ্ঠানে দীর্ঘদিন পর সঞ্জয় ও মাধুরী জানান দিয়েছেন নিজেদেরকে। ‘কলঙ্ক’তে অভিনয় এবং দুজনের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেছেন তারা।
সঞ্জয় দত্ত জানান, ‘আমার বহুদিনের সহকর্মী মাধুরী। ওর সঙ্গে অনেক দিন পর কাজ করা হয়েছে। আমি চাই এই ধারাবাহিতা বজায় রাখতে।’
মাধুরী বলেন, ‘প্রথম যখন আমাকে চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য অফার করা হয় তখন আমার মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। কারণ এ চলচ্চিত্রে আমার স্থানে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু সেটাতো হলো না। তবে এতে অভিনয়ের সময় প্রত্যেক দিন সেটে ওকে (শ্রীদেবী) মিস করতাম। তবে চলচ্চিত্রটির মাধ্যমে আবারো দীর্ঘদিনের সহকর্মীদের পাশে পেয়েছি। এটা অনেক ভালো লেগেছে। কারণ পুরোনো সহকর্মীর সঙ্গে কাজ করতে সব সময়েই আমার খুব ভালো লাগে। আমরা (সঞ্জয়-মাধুরী) প্রায় কুড়ি বছর পরে একসঙ্গে কাজ করলাম। শুধু সঞ্জয়ই নয়, দীর্ঘদিন পরে অনিল কাপুরের সঙ্গেও কাজ করা হলো। পুরনো সহকর্মীদের সঙ্গে নতুন করে কাজ করার আনন্দই আলাদা। সেটা ভাষায় বোঝানো যাবে না।’
উল্লেখ্য, ‘কলঙ্ক’ মুক্তির কথা রয়েছে আগামী ১৯ এপ্রিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।