Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের বান্ধবীদের বিষয়ে মুখ খুললেন মালাইকা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ২:৩৮ পিএম

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন সিংয়ের সঙ্গে নতুন করে ঘর বাঁধতে চলেছেন মালাইকা অরোরা খান। অন্যদিকে আরবাজও ব্যস্ত তার নতুন বান্ধবী জর্জিয়া আন্ড্রিয়ানিকে নিয়ে। তবে এসবের মাঝে আরবাজ-মালাইকা দম্পতির ছেলে আরহান খান আপাতত কখনো মা কখনো আবার বাবার সঙ্গে থাকেন। তবে ১৬ বছরের ছেলে আরহানের বান্ধবীদের সঙ্গে তার মা মালাইকার সম্পর্ক কেমন?
সম্প্রতি, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মা মালাইকা অরোরা নিজেই। এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আমি মনে করি আমি ভীষণই ‘কুল’ মা। অনেকে বলেন ছেলের বান্ধবীরা আমায় নাকি ভয় পায়। কিন্তু আমি এমনটা এক্কেবারেই মনে করি না। তারা (আরহানের বন্ধুরা) সকলেই আমার বাড়িতে আসে, আমার সঙ্গে আড্ডা মারে। সকলেই সঙ্গে সুন্দর সম্পর্ক আমার।’
পাশাপাশি আরহান প্রসঙ্গে মালাইকা বলেন, ‘আরহান ভীষণই শান্ত ছেলে। ও এক্কেবারেই যে বিরক্তিকর বাচ্চা এমনটা নয়। আর পাঁচজন বাচ্চা যেমন বড় হয় আরহানও তেমনভাবেই বড় হচ্ছে। ও জানে ওর মা কেমন। ও সব বিষয়েই ভীষণ শান্ত একটা ছেলে। আমি ওর জন্য গর্বিত। আমি কখনই ওকে প্রশ্ন করতে শুনিনি এটা কী? কেন? সাধারণত বাচ্চারা সব বিষয়েই প্রশ্ন করতে থাকে। তবে ও ভীষণই ঠান্ডা, যেটা ওর মনে হয় শেয়ার করে।’
সোশ্যাল মিডিয়ায় মালাইকার ফ্যান, ফলোয়িংয়ের সংখ্যা অনেক। ছেলে আরহানের সোশ্যাল মিডিয়ায় যোগ নিয়ে মালাইকা বলেন, ‘ও এসব বিষয়ে এক্কেবারেই আগ্রহী নয়। ওই বলে আমার এসব ভালো লাগে না, আমাকে এসব থেকে দূরেই থাকতে দাও। আরহানের যা বয়স, এই বয়সে বহু সুন্দরী মেয়েরা ওকে ঘিরে থাকবে, ও এগুলি দেখতে ভীষণ পছন্দ করবে। তবে আরহান এইসব বিষয় নিয়ে এক্কেবারেই মাথা ঘামায় না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ