Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল বলিউডের সাতটি ফিল্ম মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম


আগামীকাল বলিউডে নির্মিত ‘মিলন টকিজ’, ‘টোয়েন্টিটু ইয়ার্ডস’, ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’, ‘কোড বøু তালাক’, ‘শর্মা জি কি লাগ গেয়ি’, ‘ফোটোগ্রাফ’ এবং ‘হামিদ’ ফিল্ম সাতটি মুক্তি পাবে। ফিল্মি কিড়া প্রডাকশন্সের ব্যানারে ড্রাম ফিল্ম ‘মিলন টকিজ’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন পিএস চাতোয়াল। তিগমাংশু ঢুলিয়ার পরিচালনায় অভিনয় করেছেন আলি ফজল, শ্রদ্ধা শ্রীনাথ, সিকান্দার খের, রিচা সিনহা, আশুতোষ রানা, সঞ্জয় মিশ্র এবং পঙ্কজ ত্রিপাঠী। রানা মুজমদার এবং আকৃতি কাক্কার সঙ্গীত পরিচালনা করেছেন। ‘টোয়েন্টিটু ইয়ার্ডস’ মুক্তি পাচ্ছে এমএস প্রডাকশন্সের ব্যানারে। মিতালি ঘোষাল পরিচালিত ও প্রযোজিত স্পোর্টস ড্রামাটিতে অভিনয় করেছেন বরুণ সোবতি, অমর্ত্য রায়, রজিত কাপুর, প্রাচী বোরা, চৈতি ঘোষাল, রাজেশ শর্মা এবং গীতিকা ত্যাগী। অমর্ত্য রায় সঙ্গীত পরিচালনা করেছেন। রাকেশ ওপপ্রকাশ মেহরা পিকচার্স এবং অহম ব্রহ্মাষ্মি এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’। ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন রাকেশ ওপপ্রকাশ মেহরা এবং পি.এস. ভারতী মেহরা। রাকেশ ওপপ্রকাশ মেহরার পরিচালনায় অভিনয় করেছেন অঞ্জলি পাটিল, ওম কানোজিয়া, অতুল কুলকার্নি, মরকÐ দেশপাÐে, রসিকা আগাশে, সোনিয়া আলবিজুরি, আদর্শ ভারতী এবং নচিকেত পূর্ণপাত্রে। সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর মহাদেবন, লয় মেনদেনসা এবং এহসান নুরানি। আইজাজ খান পরিচালিত ‘হামিদ’-এ অভিনয় করেছেন তালহা আরশাদ রেশি, বিকাশ কুমার এবং রসিকা দুগগাল। রিতেশ বাত্রা পরিচালিত ‘ফোটোগ্রাফ’ ড্রামা ফিল্মে অভিনয় করেছেন নেওয়াজউদ্দিন সিদ্দিকি এবং সানিয়া মালহোত্রা। মনোজ শর্মা পরিচালিত কমেডি ফিল্ম ‘শর্মা জি কি লাগ গেয়ি’তে অভিনয় করেছেন মুগ্ধা গডসে, কৃষ্ণ অভিষেক এবং বৃজেন্দ্র কালা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ