Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডয়ে লড়াই হবে কাদের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ৪:১১ পিএম

ভারতীয় চলচ্চিত্রের সর্বচ্চো সম্মান বলা হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে। এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা। কিছু দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসরটি। ইতোমধ্যেই সেই তোড়জোড়ও শুরু হয়েছে। এবছর কার হাতে তুলে দেওয়া হবে ব্ল্যাক লেডিকে! দেখে নিন কারা পেলেন এবার নমিনেশন... শ্রেষ্ঠ চলচ্চিত্র, অভিনেতা, প্লেব্যাকের সম্পূর্ণ তালিকা রইল আপনাদের জন্যে... 

শ্রেষ্ঠ চলচ্চিত্র (পপুলার)- অন্ধাধুন, বধাই হো, পদ্মাবত, রাজি , সঞ্জু ও স্ত্রী। শ্রেষ্ঠ চলচ্চিত্র (ক্রিটিকস)- অন্ধাধুন (শ্রীরাম রাঘবন), বধাই হো (অমিত শর্মা), মান্টো (নন্দিতা দাস), পটাখা (বিশাল ভরদ্বাজ), রাজি (মেঘনা গুলজার) ও তুমবাদ (অনিল রাহি বার্ভে)। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতা (পপুলার)- শাহরুখ খান (জিরো), অক্ষয় কুমার (প্যাডম্যান), আয়ুষমান খুরানা (অন্ধাধুন), রাজকুমার রাও (স্ত্রী), রণবীর কাপুর (সঞ্জু) ও রণবীর সিং (পদ্মাবত)। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতা (ক্রিটিকস)- আয়ুষমান খুরানা (অন্ধাধুন), নওয়াজউদ্দিন সিদ্দিকি (মান্টো), রণবীর কাপুর (সঞ্জু), রণবীর সিং (পদ্মাবত), বরুণ ধাওয়ান (অক্টোবর) ও বিনীত কুমার সিং (মুক্কাবাজ)। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (নারী, পপুলার)- আলিয়া ভাট (রাজি), দীপিকা পাডুকোন (পদ্মাবত), নীনা গুপ্তা (বধাই হো), রানি মুখোপাধ্যায় (হিচকি) ও তাবু (অন্ধাধুন)। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (নারী, ক্রিটিকস)- অনুষ্কা শর্মা (সুই ধাগা- মেড ইন ইন্ডিয়া), আলিয়া ভাট (রাজি), নীনা গুপ্তা (বধাই হো), রাধিকা মদন (পটাখা) তাবু (অন্ধাধুন) ও তাপসী পন্নু ( মুলক)। শ্রেষ্ঠ পরিচালক- অমর কৌশিক (স্ত্রী), অমিত শর্মা (বধাই হো), মেঘনা গুলজার (রাজি), রাজকুমার হিরানি (সঞ্জু), সঞ্জয়লীলা বনসালি (পদ্মাবত) ও শ্রীরাম রাঘবন (অন্ধাধুন)। শ্রেষ্ঠ সহ অভিনেতা (পুরুষ)- অপারশক্তি খুরানা (স্ত্রী), গজরাজ রাও (বধাই হো), জিম সরভ (পদ্মাবত), মনোজ পাহওয়া (মুলক), পঙ্কজ ত্রিপাঠি (স্ত্রী) ও ভিকি কৌশল (সঞ্জু)। শ্রেষ্ঠ সহ অভিনেতা (নারী)- গীতাঞ্জলী রাও (অক্টোবর), ক্যাটরিনা কৈয়ফ (জিরো), শিখা তালসানিয়া (ভিরে দি ওয়েডিং), স্বরা ভাস্কর (ভিরে দি ওয়েডিং), সুরেখা সিকরি (বধাই হো) ও যামিনী দাস (সুই ধাগা)। শ্রেষ্ঠ মিউজিক অ্যালবাম- ধড়ক (অজয়-অতুল), মনমরজিয়াঁ (অমিত ত্রিবেদী), রাজি (শঙ্কর-এহসান-লয়), সোনু কে টিটু কি সুইটি পদ্মাবত (সঞ্জয়লীলা বনসালি) ও জিরো (অজয়-অতুল)। শ্রেষ্ঠ গীতিকার- অ্যায় ওয়াতন (গুলজার, রাজি), বিনতি দিল (এ এম তুরাজ, পদ্মাবত), দিলবারো (গুলজার, রাজি), কর হর ময়দান ফতে (শেখর অস্তিত্ব, সঞ্জু), মেরে নাম তু (ইরশাদ কামিল, জিরো), ও তেরা ইয়ার হুঁ ম্যায় (কুমার, সোনু কে টিটু কি সুইটি)। শ্রেষ্ঠ প্লেব্যাক সিংগার (পুরুষ)- অভয় যোধপুরকর (মেরে নাম তু, জিরো), অরিজিৎ সিং (তেরা ইয়ার হুঁ ম্যায়, সোনু কে টিটু কি সুইটি), অরিজিৎ সিং (অ্যায় ওয়াতন, রাজি), অরিজিৎ সিং (বিনতি দিল,পদ্মাবত), বাদশা (তারিফা, ভিরে দি ওয়েডিং) ও শংকর মহাদেবন (দিলবারো, রাজি)। শ্রেষ্ঠ প্লেব্যাক সিংগার (নারী)- হর্ষদীপ কৌর, বিভা সরফ (দিলবরো, রাজি), জোনিতা গান্ধী (আহিস্তা, লয়লা-মজনু), রোংকিনি গুপ্তা (ছাঁ লগা, সুই ধাগা), শ্রেয়া ঘোষাল (ঘুমর, পদ্মাবত), সুনিধি চৌহান (অ্যায় ওয়াতন, রাজি) ও সুনিধি চৌহান (মনওয়া, অক্টোবর)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ