Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐশ্বরিয়ার গোপন তথ্য ফাঁস করলেন স্বামী অভিষেক!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৫:১৮ পিএম

ঐশ্বরিয়া রায় বচ্চনের জীবনে ভয় এসেছে নানা ভাবে। সে সময় ঐশ্বর্যা কখনো তার পাশে পেয়েছেন বাবা-মাকে। কখনো বা স্বামী অভিষেক বচ্চনকে। বলা যায় সে ভয়ে বটবৃক্ষের মতোই ঐশ্বর্যার পাশে থেকেছেন তার পরিবার। সম্প্রতি এমনই একটি মুহূর্ত শেয়ার করেছেন ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন।
অভিষেককে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৬ সালে। সব শেষ তার ‘হাউসফুল ৩’ মুক্তি পেয়েছিল সে বছর। দীর্ঘ বিরতির পর বিগ বির সন্তান আবারো কামব্যাক করতে যাচ্ছেন। এ বছর সেপ্টেম্বরে এই অভিনেতার ‘মনমরজিয়া’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু।
এখন যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিষেক, ঠিক এমনটাই নাকি হয়েছিল ঐশ্বর্যারও। তিনি ভয় পেয়েছিল। এক মাত্র মেয়ে আরাধ্যার জন্মের পর ফিল্মি কামব্যাকের সময় নাকি প্রচন্ড ভয় পেয়েছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী।
এতদিনে সে কথাই শেয়ার করেছেন স্বামী অভিষেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘আরাধ্যার জন্মের পর কিছুদিন বিরতি নিয়েছিল ঐশ্বরিয়া। ও সচেতন ভাবেই তখন মেয়েকে সময় দিতে চেয়েছিল। যখন অনস্ক্রিন ফিরল, তখন আমার মতোই ইনসিকিওরিটি ঘিরে ধরেছিল ওকে। আমি আবার পাহাড়ে চড়তে পারব তো? ভয়টা ঠিক এমনই।’
অভিষেক মনে করেন, যে কোনো অভিনেতারই এই ভয় হওয়াটা স্বাভাবিক। তবে এ সব ক্ষেত্রে তিনি বা ঐশ্বর্যা সব সময়ই পাশে পেয়েছেন পরিবারকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ