Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখ, অমিতাভ ও আমিরদের পথেই হাঁটছেন সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৩:৫২ পিএম

পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বলিউড বাদশা শাহরুখ খান এবং গুজরাট ট্যুরিজমের প্রচারে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল। ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রচারে ‘অতিথি দেব ভব’তে আমির খানের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতোই। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন বলিউড ‘ভাইজান’ সালমসান খানও। মধ্যপ্রদেশ ট্যুরিজম এবং হেরিটেজ-এর মুখ হতে চলেছেন সুপারস্টার। শুরুতে এমন খবর নিয়ে জল্পনা কল্পনা চললেও, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথ নিশ্চিত করেছেন সালমান মধ্যপ্রদেশের পযর্টন ও সংস্কৃতির হয়ে প্রচারে নামছেন। সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই শুরু হবে পযর্টন ও সংস্কৃতি দপ্তরের প্রচার ভিডিওর শুট।
গেল মঙ্গলবার ভাইজানের সঙ্গে কথা বলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। সেখানেই তিনি সালমানকে জিজ্ঞেস করেন মধ্যপ্রদেশের উন্নয়নের জন্য তিনি কীভাবে সাহায্য করতে পারবেন। ভাইজানও পিছিয়ে আসেননি। বরং, রাজ্যের পযর্টন ও সংস্কৃতির দপ্তরের হয়ে তিনি প্রচারে নামবেন। পয়লা এপ্রিল থেকে এপ্রিলের ১৮ তারিখ অবধি মধ্যপ্রদেশেই থাকবেন সালমান এমনটাই জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
বলিউড সুপারস্টার সালমান জন্মসূত্রে মধ্যপ্রদেশের ইন্দোরের। বাবা সেলিম খান কর্মসূত্রে মুম্বইতে চলে আসার আগে সালমানের শৈশবের বেশ কয়েক বছর কেটেছে ইন্দোরে। তাই এই জায়গার প্রতি তার একটা আলাদা টান রয়েছে। সালমানের মোটা বাজেটের বেশকিছু চলচ্চিত্রের শুটিং হয়েছে এই রাজ্যেও বিভিন্ন লোকেশনে।
অন্যদিকে, কংগ্রেসের ঘনিষ্ঠসূত্রের আরও এক খবরে শুরু হয়েছে এক নতুন জল্পনা-কল্পনার। মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও নাকি ভবিষ্যতে দেখা মিলতে পারে সালমান খানের। তাহলে কি, রাজনীতির ময়দানেও নাম লেখাতে চলেছেন অভিনেতা? এমন প্রশ্নের উত্তর দেবে সময়ই।

 



 

Show all comments
  • Abu Faiz Bulbul ১৩ মার্চ, ২০১৯, ৯:২৭ পিএম says : 0
    Welcome to political parties.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ