প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০২০ সালের ঈদে নিজের ‘সূর্যবংশী’ চলচ্চিত্র মুক্তি দিতে চলেছেন অক্ষয় কুমার। এ ঘোষণায় বিস্মিত হয়েছেন সালমান খানের ভক্তরা। তারা প্রশ্ন তুলেছেন, এই সিদ্ধান্ত কি পরস্পরের সম্মতিক্রমে, নাকি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। ২০২০ সালের ঈদে মুক্তি পেতে চলেছে ‘সূর্যবংশী’ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার পর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে চলছে নানা আলোচনা। বলিপাড়ার সবাই জানেন, ঈদে নিজের চলচ্চিত্র মুক্তি দেন বলিউড ভাইজান সালমান। এমনকি তার পরবর্তী চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে এ বছরের ঈদে।
অন্যদিকে, অক্ষয় কুমারের বেশিরভাগ চলচ্চিত্র মুক্তি দেওয়া হয় ভারতের প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে। এবার হঠাৎ করে ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন ‘খিলাড়ি’ অভিনেতা, যা শুনে বিস্মিত অনেকেই।
অবশ্য এটা নিশ্চিত নয় যে ২০২০ সালের ঈদে সালমানের নতুন চলচ্চিত্র মুক্তির পরিকল্পনা ছিল। তবে নেটিজেনরা এ নিয়ে নানা জল্পনা করছেন। কেউ কেউ মত দিয়েছেন, বক্স অফিসে সংঘর্ষ বাঁধানোর জন্য রীতিমতো সালমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অক্ষয়। আবার কেউ বলছেন, নিশ্চয়ই ‘দাবাং’ তারকার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো মত, ২০২০ সালের ঈদে মুক্তি দেওয়ার জন্য চলচ্চিত্র নেই সালমানের হাতে। এ কারণেই হয়তো অক্ষয় ও পরিচালক রোহিত শেঠি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে একনিষ্ঠ সালমান-ভক্তদের বিশ্বাস, একই তারিখে যদি সালমানের চলচ্চিত্র মুক্তি পায়, তবে বক্স অফিসে কিছুতেই পেরে উঠবে না অক্ষয়ের চলচ্চিত্র।
‘ভারত’ ও ‘দাবাং থ্রি’র পর সঞ্জয় লীলা বানসালির চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন সালমান খান। সঞ্জয়ের চলচ্চিত্রের শুটিং এখনো শুরু হয়নি এবং ২০২০ সালের আগে তা শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
‘সূর্যবংশী’ চলচ্চিত্রে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয়। রোহিত শেঠির সর্বশেষ চলচ্চিত্র ‘সিম্বা’ও ছিল পুলিশের গল্প নিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।