প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শুটিং ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নাচতে দেখা যায় বলিউড সুপারস্টার সালমান খানকে। কারণ তিনি অবসর সময়ে বন্ধু বান্ধবদের নিয়ে মজা করেন। সাল্লু এমন একাধিক ফ্যানি ভিডিও ইতোমধ্যেই অসংখ্যবার পৌচ্ছেছে তার ভক্ত-দর্শকদের কাছে। সম্প্রতি আবারো এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘গুর নাল ইস্ক মিঠা’ গানের সুরে নাচতে দেখা গেছে ‘ভাইজান’কে। সাল্লু একাই নয়, তার সঙ্গে নাচতে দেখা গেছে বলিউড সুপারস্টার ববি দেওলকেও। ভিডিওতে দেখা গেছে সালমান ও ববির সঙ্গে আরো নেচেছেন রিতেশ দেশমুখ, শাকিব সালিম, বাদশা ও সলমনের অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুরা।
এমন ঘটনা ঘটেছে ভারতের চন্ডীগড়ে। কারণ চন্ডীগড়ে চলছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। সেই খেলায় অংশ নিয়েছেন সালমান খানের ভাই সোহেল খান। ভাইকে সঙ্গ দিতে কাজের ফাঁকে সময় বের করে সাল্লু উড়ে গিয়েছেন চন্ডীগডড়ে। সেখানেই ভাই ও কাছের বন্ধুবান্ধদের নিয়ে পার্টিতে মেতেছিলেন তিনি।
উল্লেখ্য, সালমান খান অভিনীত ‘ভারত’র শুটিং চলেছে। এতে সাল্লুর বিপরীতে তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ অভিনয় করছেন। চলচ্চিত্রটি মুক্তির কথা রয়েছে আগামী ঈদে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।