Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরান ঢাকায় হেলে পড়েছে পাঁচতলা ভবন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৫২ পিএম
পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জানিয়েছে সোমবার দুপুর ১২টা ৪৩ মিনিটে হাজারীবাগ থানার অন্তর্ভুক্ত কামরাঙ্গীরের ৫৬ নম্বর ওয়ার্ডের একটি ভবন হেলে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়েছে।
 
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি সেবা ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট গেছে। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরান ঢাকা

২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ