প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড বাদশা শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের সঙ্গে নাকি বিয়ে হবে বলিউড ‘ভাইজান’ সালমান খানের মেয়ের। বাদশা খান এবং বলিউড ‘ভাইজান’র মেয়ে নাকি ভবিষ্যতে একে অপরের সঙ্গে সংসার করবে। আর এই ভবিষ্যতবাণী করলেন অভিনেত্রী রানী মুখোপাধ্যায়ও। এক ভিডিওতে এমনটাই বলতে দেখা গেছে দুই নায়কের এই নায়িকাকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানের টেলিভিশন শো ‘দশ কা দম’-এ হাজির হয়েছিলেন শাহরুখ খান। বলিউডের কিং খানের সঙ্গে সালমানের শো-এ একই দিনে হাজির হয়েছিলেন রানি মুখোপাধ্যায়ও। আর সেখানেই ৩ সেলেবের গল্পে গল্পে উঠে আসে একের পর এক গোপন কথা।
শাহরুখ বলেন, তার ছোট ছেলে আব্রাম নাকি অনেকটা সালমান খানের মত। বাবা-মাকে আব্রাম যেমন ‘আই লাভ ইউ’ বলে, তেমনি অন্য কোনও মেয়েকে দেখলেও সেই একই শব্দ বার বার বলতে শুরু করে। যা শুনে হেসে ফেলেন সালমান। তিনি বলেন, মেয়েদের ‘আই লাভ ইউ’ বললেতো ভালো ব্যাপার।
এরপরই রানি বলেন, ভালোই তো। আর সেই কারণেই তিনি চান, সালমানের যাতে মেয়ে হয়। এরপরই চোপড়া ম্যানশনের বউমা বলেন, সালমানের মেয়ের সঙ্গে শাহরুখের ছেলের তখন বিয়ে দিতে হবে। তাহলেই সব ঠিক হয়ে যাবে। রানির কথা শুনে দর্শকরাও হাসতে শুরু করেন।
শাহরুখ বলেন, রানি মুখোপধ্যায় নয়, এর নাম শাদি মুখোপাধ্যায় হওয়া উচিত। মেয়ের হাতে মেহন্দি লাগিয়ে রাখলেই, রানি সব ব্যবস্থা করে দেবেন বলেও মজা করেন শাহরুখ খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।