প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলতি মাসের শুরুর দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রোতাপ্রিয় সংগীত শিল্পী সোনু নিগাম। তখন অ্যালার্জির কারণে চোখ-মুখ ফুলে গিয়েছিল সোনুর। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। সে সময় সোনু নিজের ইনস্টাগ্রামে তার ফোলা মুখ-চোখের ছবি শেয়ার করেছিলেন। সেই ছবি ভাইরালও হয়। অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। সে সময় নিজের পরিস্থিতির উদাহরণ দিয়ে সোনু সকলকে পরামর্শও দেন। তখন সোনু লিখেছিলেন, ‘অ্যালার্জি নিয়ে কোনও গাফিলতি করবেন না। অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকুন।’ সোনু আরও লেখেন, ‘আপনারা আমাকে নিয়ে যে চিন্তা করেছেন, আমাকে ভালোবেসেছেন তার জন্য ধন্যবাদ।’
কিন্তু মাস না পেরুতেই আবারো এই সংগীত তারকাকে ভর্তি হতে হলো হাসপাতালের বিছানায়। তবে এবার ভিন্ন কারণেই ভর্তি হতে হয়েছে সোনুকে। জানা যায়, পিঠের ব্যথার জন্য একমাসের মধ্যে সোনুকে দ্বিতীয় বারোর মতো আবারো ভর্তি হতে হলো হাসপাতালে।
সনু নিগামের মুখপাত্র জানান, ‘হঠাৎ মারাত্মক পিঠে ব্যথার কারণে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) নেপালের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। পরবর্তী চিকিৎসার জন্য বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। তবে বুধবারই ভারতে ফেরার কথা তার।’
সম্প্রতি নেপালের বোখারায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সোনু। সেখানে গিয়ে মারাত্মক পিঠে ব্যথা শুরু হয় তার। সঙ্গে সঙ্গে তাকে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, সোনুর এমআরআই করা হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী চিকিৎসা কি হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।