Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে এক হলেন সালমান-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৪৪ পিএম

১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় ভালোবাসা দিবস, যার ইংরেজি শব্দ ‘ভ্যালেন্টাইন ডে’। সাধারণ মানুষের মতো রূপালী জগতের তারকারাও দিনটি পালক করে থাকেন। সময় দেন ভালোবাসার মানুষদের। এখানে সেখানে ঘুরেও বেড়ান। একান্তে পার হয় দিনটি।
তাদের এই ভালোবাসা সম্পর্কে জানতে সাধারণ দর্শকদের মনেও উদয় হয় নতুন সূর্য। শত ব্যস্ততার মাঝেও সময় বের করেন। খবরের পাতায় খোজ নেন পছন্দের তারকার নানা বিষয়। আর যারা নিয়মিত পেপার-পত্রিকা দেখেন কিন্তু কখনো গুরুত্ব দিয়ে দেখা হয় না বিনোদন পাতা। তারাও এই দিনটিতে আগে নজর দেন বিনোদনেই। শুধু তাই নয়, টিভি ছেড়ে বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানের দিকেও নজর দিতে ভুল হয় না অনেকের।
এবার জানা যাক বি-টাউনের মোস্ট পোপুলার ব্যাচেলর সালমান খান এই দিনটি কিভাবে পার করছেন। খবর রয়েছে ভাইজান এই দিনটি তার প্রাক্তন প্রেমিকা ক্যাটকে দেবেন। কী ভাবছেন? সত্যিই কী এমনটা হচ্ছে? হ্যাঁ, সত্যি সত্যিই এমনটাই হচ্ছে। সালমান দিনটি ক্যাটরিনার সঙ্গেই পার করছেন। তবে সেটা একান্তে নয়। একটি চলচ্চিত্রের শুটিংয়ে। আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ এর শুটিংয়ে এক সাথে আছেন সাবেক এই প্রেমিক যুগল। একই কথা বলছেন মুম্বাই মিররও। তাদের একটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে- দিনব্যাপী শুটিংয়ে ব্যস্ত থাকবেন প্রাক্তন এই প্রেমিক-প্রেমিকা!
উল্লেখ্য, এ বছরের সবচেয়ে বড় ধামাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে সালমান-ক্যাটরিনার ‘ভারত’কে। এ চলচ্চিত্রের সাল্লু-ক্যাট ছাড়া আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, টাবু, সুনীল গ্রোভার, দিশা পাটানি, সোনালি কুলকার্নি, নোরা ফাতেহি ও আসিফ শেখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ