Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবাকে নিয়ে দুঃসংবাদ দিলেন হৃতিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৪৯ পিএম | আপডেট : ৩:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০১৯

ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্ট মাত্র দুই ঘন্টা না পেরুতেই লাইক সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে ৮ লাখেরও বেশি। তিনি বলিউডের ‘সুপারহিরো’। ফলে তার যে কোনও পোস্টেই যে এমন প্রতিক্রিয়া হবে, তা বলাই বাহুল্য। তিনি হৃতিক রোশন। সম্প্রতি হৃতিক তার নিজের ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট দিয়েছেন। কিন্তু এই পোস্টটির শব্দগুলো একটু আলাদা। ‘সুপারহিরো’ মন ছোঁয়া একটি বার্তা জানিয়েছেন তার ভক্তদের।
পোস্টিতে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে পাশে বলিউডের প্রথম সারির পরিচালক যিনি তার বাবা রাকেশ রোশন দাড়িয়ে আছেন। তাঁদের পেছনেই দেখা যাচ্ছে জিমের সরঞ্জাম। কিন্তু ছবির থেকেও বেশি নজর কাড়ে হৃতিকের লেখা পোস্টটি।
লেখাটি থেকে জানা যায়, মাত্র কয়েক সপ্তাহ আগেই এক ধরনের স্কিন ক্যানসার ধরা পড়েছে তার বাবা রাকেশ রোশনের। ‘স্কোয়ামাশ সেল কারসিনোমা’ নামে ত্বকের এই কর্কট রোগের প্রাথমিক স্থরেই আক্রান্ত হয়েছেন বিটাইনের নির্মাতা রোশন।
এছাড়াও হৃতিক আরো লিখেছেন তাঁর কাছে তার বাবাই সব থেকে শক্তিশালী পুরুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ