Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃতজ্ঞ শ্রীদেবীর মেয়ে, যা বললেন মাধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:০৩ পিএম

সময় থেমে থাকে না। থেকে যায় জীবন। সময় তার আপন গতিতেই চলতে থাকে এটাই পৃথিবীর নিয়ম। সময়ের সাথ সাথে চলতে থাকে কাজও। যেমন থেমে থাকেনি শ্রীদেবীর কাজ। কিন্তু থেকে গেছে তার জীবনের প্রদীপ। প্রায় এক বছর হতে যাচ্ছে শ্রীদেবী নেই। কিন্তু এখনও অনেকের তা বিশ্বাস হয় না। না হলেও এটাই সত্য। তিনি আর কখনো ক্যামেরার সামনে দাড়াবেন না। তাইতো অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’-এ অভিনয় করার কথা থাকলেও সেটা আর সম্ভব নয়। তার স্থানে চলচ্চিত্রটিতে দর্শক দেখতে পাবেন মাধুরী দীক্ষিতকে।
সম্প্রতি চলচ্চিত্রটি নিয়ে মাধুরী জানিয়েছেন, ‘আমার কাছে চরিত্রটা যখন এসেছিল, তখন আমি শক্ড হয়েছিলাম। একজন অভিনেত্রী হিসেবে আমি চিত্রনাট্য জানি, চরিত্র জানি। কিন্তু মানুষ হিসেবে গোটা বিষয়টা সামলানো কঠিন। আসলে সত্যিটা মেনে নেওয়াটা কঠিন। তারপরও ছবিটি করতে হবে। কেন না এটা শ্রীদেবীর চরিত্র। আমি চাই আমার মাধ্যমে শ্রীদেবী বেচে থাকুক দর্শক হৃদয়ে।’
এদিকে শ্রীদেবীর স্থানে মাধুরীর অভিনয় করাটাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীদেবীর পুরো পরিবার। সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেত্রীর ছবি একসঙ্গে পোস্ট করেছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। তিনি লিখেছেন, ‘অভিষেক বর্মণের পরের ছবিটা মায়ের হৃদয়ের খুব কাছের ছিল। মাধুরীজি এই ছবিটার সঙ্গে যুক্ত হলেন। বাবা এবং আমার পরিবারের অন্য সদ্যসরা অনেক খুশি। আর আমি ব্যক্তিগত ভাবে ওনার কাছে কৃতজ্ঞ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ