Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল বলিউডের সাতটি ফিল্ম মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বলিউডে নির্মিত ‘আমাবাস’, ‘ঝল’, ‘ফকির অফ ভেনিস’, ‘এস পি চৌহান’, ‘সাসপেন্স’, ‘দোস্তি কে সাইড ইফেক্টস’ এবং ‘পার্কিং ক্লোজড’ ফিল্ম সাতটি মুক্তি পাচ্ছে আগামীকাল।
হরর ফিল্ম ‘আমাবাস’ মুক্তি পাচ্ছে ভাইকিং মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে। প্রযোজনা করেছেন রায়না সচীন জোশি এবং দীপেন আমিন। ভূষণ পাটেলের পরিচালনায় অভিনয় করেছেন নারগিস ফাকরি, সচীন জোশি, মোনা সিং, কেভিন মাতাদিন, শবনম করিমজাদা, আলি আসগর। সঙ্গীত পরিচালনায় সঞ্জীব দরশন, অঙ্কিত তিওয়ারি, অভিজিত বাগানি এবং আসাদ খান। ফিল্মটি গত শুক্রবার মুক্তি পাবার কথা ছিল।
কমেডি ফিল্ম ‘ঝল’ মুক্তি পাচ্ছে শাসান আর্টসের ব্যানারে। ভি শক্তি কে’র পরিচালনায় অভিনয় করেছেন ভিকে খান্না, রাশুল ট্যান্ডন, চেতন হানসরাজ, মনীষা কেলকার, আলিশা ফারার এবং রাকেশ থারেজা। সঙ্গীত পরিচালনা করেছেন বাপি টুটুল। ড্রামা ‘ফকির অফ ভেনিস’ পরিচালনা করেছেন আনন্দ সুরাপুর, অভিনয় করেছেন ফারহান আখতার, আন্নু কাপুর এবং কমল সিধু। মনোজ কে. ঝা পরিচালিত ‘এস পি চৌহান’; অভিনয় করেছেন জিমি শেরগিল, যুবিকা চৌধারি এবং যশপাল শর্মা। হাদি আলি আবরার পরিচালিত রোমান্স ড্রামা ‘দোস্তি কে সাইড ইফেক্টস’; অভিনয় করেছেন সাপনা চৌধারি, বিক্রান্ত আনন্দ, জুবের কে খান। যোগেশ মিশ্র অ্যাকশন ফিল্ম ‘পার্কিং ক্লোজড’ পরিচালনা করেছেন; অভিনয়ে আকবর খান, দিয়ানা উপ্পাল এবং মোহিত গৌড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ