Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বলিউডের ‘আমাবাস’, ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’, ‘ফকির অফ ভেনিস’ এবং ‘উমাকান্ত পাÐে পুরুষ ইয়া..’ ফিল্ম চারটি মুক্তি পাচ্ছে আগামীকাল। হরর ফিল্ম ‘আমাবাস’ মুক্তি পাচ্ছে ভাইকিং মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে। প্রযোজনা করেছেন রায়না সচীন জোশি এবং দীপেন আমিন। ভূষণ পাটেলের পরিচালনায় অভিনয় করেছেন নারগিস ফাকরি, সচীন জোশি, মোনা সিং, কেভিন মাতাদিন, শবনম করিমজাদা, আলি আসগর। সঙ্গীত পরিচালনায় সঞ্জীব দরশন, অঙ্কিত তিওয়ারি, অভিজিত বাগানি এবং আসাদ খান। ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’ মুক্তি পাচ্ছে ফক্স স্টার স্টুডিওস, বিধু বিনোদ চোপড়া প্রডাকশন্স এবং রাজকুমার হিরানি ফিল্মসের ব্যানারে। রোমান্টিক ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া। শেলি চোপড়ার পরিচালনায় অভিনয় করেছেন অনিল কাপুর, সোনম কাপুর আহুজা, রাজকুমার রাও, জুহি চাওলা, বৃজেন্দ্র কালা, মধুমিতা কাপুর, সীমা পাহবা, রেজিনা ক্যাসেন্ড্রা। ড্রামা ফিল্ম ‘দ্য ফকির অফ ভেনিস’ পরিচালনা করেছেন আনন্দ সুরাপুর; অভিনয় করেছেন ফারহান আখতার, আন্নু কাপুর, কমল সিধু, শ্যাথিও ক্যারিয়ার এবং ভ্যালেন্টিনা কার্নেলুতি। রিলিং মিডিয়া টি পরিচালিত কমেডি ফিল্ম ‘উমাকান্ত পাÐে পুরুষ ইয়া...’তে অভিনয় করেছেন অজিত কুমার, শিবাঙ্গী সিং, মায়াঙ্ক জৈন, সাতনাম সিং এবং নেহা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ