Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের সাতটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আগামীকাল ‘হোয়াই চিট ইন্ডিয়া’, ‘সেভেন্টি টু আওয়ার্স’, ‘রঙ্গিলা রাজা’, ‘ফ্রড সাইয়াঁ’, ‘বোমবাইরিয়া’, ‘দ্য ফকির অফ ভেনিস’ এবং ‘উও জো থা এক মেসায়া মওলানা আজাদ’ ফিল্ম সাতটি মুক্তি পাবে। ইলিপসিস এন্টারটেইনমেন্ট, এমরান হাশমি ফিল্মস এবং টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘হোয়াই চিট ইন্ডিয়া’। থ্রিলার ফিল।মটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, পারভিন হাশমি, তনুজ গার্গ এবং অতুল কাসবেকার। সঙ্গীত পরিচালনায় গুরু রান্দেভা, রোচক কোহলি, বাপ্পি লাহিড়ী, কুণাল রাঙ্গন, অগ্নি, কৃষ্ণ সোলো। সৌমিক সেনের পরিচালনায় অভিনয় করেছেন এমরান হাশমি, শ্রেয়া ধন্বন্তরি। ওয়ার অ্যাকশন ফিল্ম ‘সেভেন্টি টু আওয়ার্স’ মুক্তি পাচ্ছে জেএসআর প্রডাকশন্সের ব্যানারে। প্রযোজনা করেছেন জসবন্ত রাওয়াত এবং প্রাশিল রাওয়াত। অবিনাশ ধ্যানীর পরিচালনায় অভিনয় করেছেন জসবন্ত সিং রাওয়াত, মুকেশ তিওয়ারি, বীরেন্দ্র সাক্সেনা, অলকা আমিন, শিশির শর্মা, গিরিশ সহদেব এবং প্রাশিল রাওয়াত। সঞ্জয় বোস এবং আসলাম কেয়ি সঙ্গীত পরিচালনায়। ড্রামা ফিল্ম ‘ফকির অফ ভেনিস’ পরিচালনা করেছেন আনন্দ সুরাপুর: অভিনয় করেছেন ফারহান আখতার, আন্নু কাপুর এবং কমল সিধু। প্রিয়া সুকন্যা পরিচালিত ‘বোম্বাইরিয়া’তে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, সিদ্ধান্ত কাপুর এবং অক্ষয় ওবেরয়। জীবনী চলচ্চিত্র ‘উও জো থা এক মেসায়া মওলানা আজাদ’ পরিচালনা করেছেন রাজেন্দ্র গুপ্ত সঞ্জয় এবং সঞ্জয় সিং নেগি; অভিনয় করেছেন লিনেশ ফানসি, সিরালি গুপ্ত এবং রাজেন্দ্র গুপ্ত সঞ্জয়। সৌরভ শ্রীবাস্তবা পরিচালিত ‘ফ্রড সাইয়াঁ’তে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, সারা লোরেন, এলি এভরাম এবং সৌরভ শুক্লা। সিকান্দার ভারতি পরিচালিত কমেডি ;রঙ্গিলা রাজা’তে অভিনয় করেছেন গোবিন্দ, মিশিকা চৌরাসিয়া, শক্তি কাপুর এবং বিশেষ ভূমিকায় কাদের খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ