মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের মুখে এবার ভিন্ন কৌশল নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। তিনি তিন মাসের জাতীয় বিতর্ক আয়োজনের কথা বলেছেন। সেই বিতর্ক থেকে উঠে আসা নতুন ধারণাগুলো তিনি গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্রান্সের জনগণের উদ্দেশে ২ হাজার ৩৩০ শব্দের চিঠিতে এমানুয়েল ম্যাখোঁ এই আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি জনগণের কাছে বেশ কিছু প্রশ্ন রেখে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ দমনে তার এই চিঠি-কৌশল কাজ করবে বলে তিনি আশাবাদী।
ফ্রান্সে নয় সপ্তাহ ধরে দফায় দফায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা দৃষ্টিগোচর হলুদ রঙের জ্যাকেট পরেন বলে এটার নামকরণ হয়েছে ‘ইয়েলো ভেস্ট’। সরকারবিরোধী এই বিক্ষোভ প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে, দেশটির অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
চিঠিতে ম্যাখোঁ বলেন, ‘আমার জন্য কোনো ইস্যুই নিষিদ্ধ নয়। আমরা সবকিছুতেই একমত হই না, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। তবে আমরা এটা অন্তত দেখাতে পারব যে আমরা আলোচনা, মতবিনিময় ও বিতর্কে ভীত নই।’
চিঠিতে ম্যাখোঁ জানিয়েছেন, তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বিশ্বস্ত থাকবেন এবং সম্পদের ওপর কর বাতিলের মতো বাণিজ্যবান্ধব কিছু অর্থনৈতিক সংস্কারে পক্ষেই থাকবেন। সম্পদের ওপর কর বাতিলের কারণে তাকে ‘ধনীদের প্রেসিডেন্ট’ বলে আখ্যায়িত করা হচ্ছে ফ্রান্সজুড়ে।
মাখোঁর চিঠিটি ফ্রান্সের সংবাদপত্রগুলোয় প্রকাশ করা হয়েছে। তিনি জনগণের উদ্দেশে অনেক প্রশ্ন রেখেছেন। শহরের বিভিন্ন বৈঠক ও অনলাইনে এসব প্রশ্নের উত্তর জনগণ পাঠাবেন বলে প্রেসিডেন্ট আশা করেন।
জনগণের উদ্দেশে ম্যাখোঁর করা প্রশ্নের মধ্যে রয়েছে, কোন ধরনের কর বাদ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? জাতীয় আয় ব্যয়ের ক্ষেত্রে কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত? এখানে প্রশাসনিক স্তর কি খুব বেশি?
প্রেসিডেন্ট জানান, আগামী ১৫ মার্চ পর্যন্ত বিতর্ক চলবে। এই সময়ের মধ্যে তিনি নিজেও তার মতামত দেবেন। তিনি বলেন, ‘এভাবেই আমি ক্ষোভকে সমাধানের দিকে নিয়ে যেতে চাই।’ সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।