রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের লালপুরে টিউবয়েলের পানির ডোবায় পড়ে সজল আহম্মেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সজল উপজেলার ধুপইল গ্রামের আবিবর হোসেনের নাতি ও ঝিনাইদহ এলাকার আব্দুল গফুরের ছেলে।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউপির ধুপইল চকপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সজল ধুপইল চকপাড়া গ্রামে তার নানা আবিরের বাসায় থাকতো। গতকাল সকালে বন্ধুদের সঙ্গে খেলাকরতে যায় এসময় সে পরিবারের সদস্যদের আড়ালে নিজ বাড়ির টিউবয়েলের ডোবায় পরে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে টিউবয়েলের ডোবায় সজলকে পরে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ধুপইল ২নং ওয়ার্ড সদস্য আকরাম হোসেন ঘটনার সত্যত্যা নিশ্চিত করে ইনকিলাবকে বলেন, ‘খেলার ছলে শিশু সজল টিউবয়েলের পানিতে পারে তার মৃত্যু হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।