Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের আটটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আগামীকাল বলিউডের ‘ঝল’, ‘উরি’, ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘ব্যাটালিয়ন সিক্স ও নাইন’, ‘পেয়ার সে পেয়ার তাক’, ‘ফালসাফা- দি আদার সাইড’, ‘সেভেন ও সিক্স’ এবং ‘খামিয়াজা- জার্নি অফ এ কমন ম্যান’ ফিল্মগুলো মুক্তি পাচ্ছে। এই আটটি ফিল্মের মধ্যে প্রথম তিনটি আলোচনায় এসেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর আক্রমণ নিয়ে অ্যাকশন ফিল্ম ‘উরি’ মুক্তি পাচ্ছে আরএসভিপির ব্যানারে। প্রযোজনা করেছেন রনি স্ক্রুবালা। আদিত্য ধরের পরিচালনায় অভিনয় করেছেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল, কীর্তি কূলহারি এবং মোহিত রায়না। সঙ্গীত পরিচালনা করেছেন শাশ্বত সচদেব। বোহরা ব্রাদার্স, বিজয় রতœাকর গুত্তে ফিল্ম এবং পেন ইন্ডিয়া লিমিটেডের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ জীবনীচিত্রটি প্রযোজনা করেছেন সুনীল বোহরা এবং জয়ন্তিলাল গাড়া। বিজয় রতœাকর গুত্তের পরিচালনায় অভিনয় করেছেন অনুপম খের, অক্ষয় খান্না, অর্জুন মাথুর, সুজান বার্নার্ট, অহনা কুমরা, অতুল শর্মা, দিব্য শেঠ, অনিল রাস্তোগি, বিপিন শর্মা এবং শিবকুমার সুব্রামানিয়াম। সেলিম মার্চেন্ট এবং সুলায়মান মার্চেন্ট সঙ্গীত পরিচালনা করেছেন। ভি শক্তি কে পরিচালিত কমেডি ফিল্ম ‘ঝল’; অভিনয় করেছেন বিক খান্না, রাশুল ট্যান্ডন, চেতন হানসরাজ এবং মনীষা কেলকার। বৃজেশ ভাটুকনাথ ত্রিপাঠী পরিচালিত ওয়ার-অ্যাকশন ফিল্ম ‘ব্যাটালিয়ন সিক্স ও নাইন’; অভিনয় করেছেন শোয়েব ইব্রাহিম, এলেনা কাজান এবং ফারনাজ শেট্টি। অ্যাকশন ফিল্ম ‘পেয়ার সে পেয়ার তাক’ পরিচালনা করেছেন সৌম্য সুপ্রিয়া; অভিনয় করছেন অভিষেক, অভিজিত এবং মেঘনা হালদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ