পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে কেউ নিহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো। সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার উত্তরের বেইত লাহিয়া এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে আশকেলোন নামক স্থানে হামাসের রকেট হামলার জবাবেই সোমবার রাতে এ হামলা চালানো হয়েছে। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার গানশিপ থেকে ‘হামাস সন্ত্রাসীদের’ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরাইলি ভূমিতে গাজা থেকে বেলুনের সঙ্গে করে বিস্ফোরক হামলার দাবিও করা হয়েছে বিবৃতিতে। গত বছরের মার্চ মাস থেকে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা ইসরাইল সীমান্তে বিক্ষোভ করছে। ইসরাইলি সেনারা প্রায়ই বিক্ষোভ লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ওয়াফা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।