Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনবিরোধী বিক্ষোভ গাজায়

ইসরাইলকে গ্রহণযোগ্য করে তোলার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে : হামাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল-ফিলিস্তিন সফরকে কেন্দ্র করে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ইসরাইলের সুবিধা অনুযায়ী নীতি নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন তারা। ফিলিস্তিনিদের একটি বড় অংশই মনে করেন, ইসরাইলের স্বার্থ রক্ষায়ই কাজ করে যুক্তরাষ্ট্র। সেই ক্ষোভই দেখা গেলো বাইডেনের সাম্প্রতিক সফরের সময়। শিনহুয়ার খবরে জানানো হয়েছে, সমুদ্র তীরবর্তী শহর গাজায় হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভে যোগ দেন। গাজার নিয়ন্ত্রণে রয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নিয়ে যুক্তরাষ্ট্রবিরোধী নানা সেøাগান দেয় সেখানে। বিক্ষোভ থেকে হামাসের ডেপুটি চিফ খলিল আল-হায়াহ বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন সবসময় ইসরাইলের প্রতি দুর্বল ছিলেন। তারা সবসময় আমাদের বৈধ অধিকারকে অবহেলা করেছেন। তাই আমরা তার এই সফরও প্রত্যাখ্যান করছি। অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, কথিত জেরুজালেম ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্য করে তোলার যে চেষ্টা চালাচ্ছেন তা ব্যর্থ হবে। এক বিবৃতিতে হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যে যৌথ ঘোষণায় সই করেছে তা শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তেল আবিবের আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থনের কথা প্রকাশ করে। হামাস আরো বলেছেন, ওয়াশিংটন অন্ধভাবে এবং নিঃশর্তভাবে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের লক্ষ্যের প্রতি সমর্থন দিচ্ছে। ঐতিহাসিকভাবে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ফিলিস্তিনি জনগণ ও ভূখণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। সেক্ষেত্রে তাদের এই নতুন যৌথ ঘোষণা ফিলিস্তিনি জনগণের জন্য আলাদা কোনো গুরুত্ব বহন করে না বরং তাদের দৃঢ়তা এবং প্রতিরোধের মাধ্যমে এই নতুন ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হবে। হামাস প্রধান ইসমাইল হানিয়াও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মুসলমান এবং আরব জাতিগুলোর ইচ্ছার বিরুদ্ধে ইসরাইলকে এই অঞ্চলে গ্রহণযোগ্য করে তোলার মার্কিন প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। তিনি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ, তাদের দখলদারিত্ব, কর্তৃত্ব ও সম্পদ লুটপাটের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আঞ্চলিক রাজনৈতিক জোট গঠন এবং কৌশলগত সংলাপ শুরুর আহ্বান জানান। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেনবিরোধী বিক্ষোভ গাজায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ