মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফর চলার মধ্যে এই হামলা চালানো হয়েছে। ইসরাইলের দাবি গাজা উপত্যকা থেকে রকেট হামলার প্রতিক্রিয়া জানিয়েছে তারা। শনিবার সকালে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা উপত্যকার একটি রকেট উৎপাদন কারখানায় হামলা চালিয়েছে। তাদের দাবি এই কারখানাটি পরিচালনা করছে অবরুদ্ধ উপত্যকার শাসক দল হামাস। আল-জাজিরার খবরে বলা হয়েছে, সকালে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে গাজার মানুষের। দুইটি আলাদা স্থান লক্ষ্য করে এক ডজনের বেশি রকেট হামলা চালানো হয়। এসব হামলায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক আগুন জ্বলতে দেখার কথা জানান আল জাজিরার প্রতিবেদক। তিনি জানান, ঘটনাস্থলের আশেপাশের বেশিরভাগ এলাকায় কৃষি জমি। এর আগে ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুই বার সাইরেন বেজে ওঠে। এর মাধ্যমে বাসিন্দাদের সম্ভাব্য রকেট হামলার বিষয়ে সতর্ক করা হয়। ইসরাইলি সেনাবাহিনীর দাবি একটি রকেট প্রতিহত করা হয়েছে আর তিনটি খোলা স্থানে বিস্ফোরিত হয়েছে। তবে এই রকেট হামলার দায় স্বীকার করেনি কোনও গ্রুপ। গত মাসেও রকেট হামলার অভিযোগ তুলে গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। ওই সময়ে তারা হামাসের সামরিক স্থাপনায় হামলার দাবি করে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, এসব ক্ষেপণাস্ত্র কৃষি জমিতে পড়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।