রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেয়েকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে বাবা ফয়জার রহমানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসি জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা শহর থেকে যাত্রীবাহী ম্যাজিক গাড়ি যোগে পিতা ফয়জার রহমান ও মেয়ে আরজিনা নিজ বাড়ি উপজেলার পশ্চিম সোনারায় গ্রামে যাচ্ছিল। গাড়িটি সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সুবর্ণদহ নামক স্থানে পৌঁছা মাত্রই বগুড়া নার্সিং কলেজ পড়–য়া শেষ বর্ষের ছাত্রী আরজিনা বেগম গাড়ির পিছন দিয়ে আকস্মিকভাবে রাস্তায় পড়ে যায়। এ অবস্থা দেখে পিতা ফয়জার রহমান গাড়িটি না থামিয়ে তার মেয়েকে বাঁচাতে গাড়ি থেকে লাফ দেয়। এতে গুরুতর আহত ফয়জার রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে এলাকাবাসি অসুস্থ্য আরজিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সুন্দরগঞ্জ থানার ওসিু এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।