বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রীসভা সদস্যদের অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন। বিশেষত ডা. দীপুমনিকে শিক্ষা মন্ত্রী ও মরহুম আওয়ামী লীগ নেতা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবারকবাদ জানান জমিয়াতুল মোদার্রেছীনের নেতারা।
গতকাল (সোমবার) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রী সভা দেশের চলমান উন্নয়ন অগ্রগতিকে বেগবান করার পাশাপাশি মাদরাসা শিক্ষার উন্নয়নে অবদান রাখবেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এবং সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে জমিয়াতুল মোদার্রেছীন সরকারের উন্নয়নমূলক কাজে অতীতের মতো সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তারা। বিবৃতিদাতারা হলেন- জমিয়াতুল মোদার্রেছীনের চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা মোখতার আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মো. ফরিদউদ্দিন, চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যক্ষ আল্লামা আবুল বয়ান হাশেমী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী।
ছিপাতলী মাদরাসার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রী পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয় কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আবুল ফরাহ মো. ফরিদউদ্দিন। গতকাল এক বিবৃতিতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি মন্ত্রী পরিষদের সকল সদস্য বিশেষ করে শিক্ষা মন্ত্রী ডা. দীপুমনি ও শিক্ষা উপমন্ত্রী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অভিনন্দন ও মোবারকবাদ জানান। তিনি আশা করেন এ দুই মন্ত্রী শিক্ষার উন্নয়ন এগিয়ে নেয়ার পাশাপাশি মাদরাসা শিক্ষার উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।